সবাই আমাকে খুব অপছন্দ করে: আলবা

দীর্ঘদিন ধরেই লেফট-ব্যাকে বার্সেলোনার আস্থার নাম জর্দি আলবা। তবে তাকে নিয়ে আলোচনা হয়েছে কমই। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিজ্ঞ ডিফেন্ডার বললেন, তিনি বোঝেন সবাই তাকে অপছন্দ করে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2021, 11:19 AM
Updated : 26 Jan 2021, 11:19 AM

সমর্থকদের কাছে তার অবস্থান কেমন? মুভিস্টার প্লাসকে সোমবার দেওয়া সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাবে ওই কথা বলেন কাতালান দলটির হয়ে ৩৫৯ ম্যাচ খেলা এই স্প্যানিয়ার্ড।

“এটা স্পষ্ট যে মানুষ আমাকে চেনে ফুটবলের জন্য। আমার ধারণা, আমি সবচেয়ে অপছন্দনীয় ফুটবলারদের একজন, আমি জানি।”

“এটা আমার খেলার ধরণ এবং এটাই আমাকে আজকের এই খেলোয়াড় বানিয়েছে এবং যেখানে আছি সেখানে এনেছে…এরপর মানুষ আমার সম্পর্কে জানতে শুরু করল। তারা জানতে পারল আমি কেমন; আমি খুব শান্ত স্বভাবের এবং আমি আমার জীবনে সবকিছুকেই মূল্যায়ন করি।”

৩১ বছর বয়সী আলবার মতে, একজন মানুষের মানবিক গুণটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

“মানুষ জর্দি বা সতীর্থদের সঙ্গে জর্দি ছাড়া খেলোয়াড় জর্দি কিছুই না… এটা ঠিক, আমার খেলার ধরণ অতটা আনন্দদায়ক নয়। আমি বুঝি, আমার সম্পর্কে না জেনেই অনেকে আমাকে অপছন্দ করে।”

চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ২৪ ম্যাচ খেলে একটি গোল করার পাশাপাশি ও ছয়টি করিয়েছেন আলবা।