‘মেসি না খেললেই বার্সা জেতে’

লিওনেল মেসির সমালোচকদের তালিকা করলে হুগো অরলান্দো গাত্তির নামটা হয়তো উপরের দিকেই থাকবে। এবার সময়ের অন্যতম সেরা ফুটবলারের দিকে আরও বিষাক্ত তীর ছুড়লেন সাবেক আর্জেন্টাইন ফুটবলার। তার মতে, মেসি না খেললেই নাকি আরও ভালো হয়ে ওঠে বার্সেলোনা!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2021, 09:54 AM
Updated : 26 Jan 2021, 09:54 AM

স্প্যানিশ সুপার কাপের ফাইনালের শেষ দিকে মেজাজ হারিয়ে আথলেতিক বিলবাওয়ের আসিয়েরকে আঘাত করে লাল কার্ড দেখেন মেসি। পরে পান দুই ম্যাচের নিষেধাজ্ঞ।

ফলে বার্সেলোনার গত দুই ম্যাচে খেলতে পারেননি মেসি। কষ্টে হলেও দুটি ম্যাচই অবশ্য জিতেছে বার্সেলোনা। এর সবশেষ গত রোববার লা লিগায় এলচের বিপক্ষে কাতালান ক্লাবটির ২-০ গোলে জয়ের পর টিভি অনুষ্ঠান ‘এল চিরিনগুইতোয়’ এই মন্তব্য করেন গাত্তি।

“মেসি না খেললেই বার্সেলোনা জেতে। কারণ তখন তারা নিজেদের অন্য শক্তির দিকে মনোযোগ দেয়।”

“ফুটবলে মূল কথাই হলো জয়…যখনই মেসি খেলে না তখনই বার্সেলোনা জেতে।”