চেলসি কোচ ল্যাম্পার্ড বরখাস্ত
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jan 2021 06:56 PM BdST Updated: 25 Jan 2021 07:21 PM BdST
-
ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। ফাইল ছবি
গুঞ্জনের পর এলো আনুষ্ঠানিক ঘোষণা। ব্যর্থতার দায়ে কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে বরখাস্ত করেছে চেলসি।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি সোমবার এক বিবৃতিতে খবরটি জানায়।
২০১৯ সালের জুলাইয়ে ক্লাবের সাবেক এই ইংলিশ মিডফিল্ডারকে তিন বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছিল স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।
প্রিমিয়ার লিগে সবশেষ আট ম্যাচের পাঁচটিতেই হেরে পয়েন্ট তালিকার ৯ নম্বরে নেমে গেছে চেলসি। সবশেষ ম্যাচে রোববার তারা এফএ কাপে লুটন টাউনকে হারায় ৩-১ গোলে। তবে এই জয় পারেনি ল্যাম্পার্ডের চাকরি বাঁচাতে। ২৪ ঘণ্টা না যেতেই কোচকে ছাঁটাই করল দলটি।
ল্যাম্পার্ডের কোচিংয়ের অভিষেক মৌসুমে শীর্ষ চারে থেকে ২০১৯-২০ প্রিমিয়ার লিগ শেষ করে চেলসি। দলটি এফএ কাপের ফাইনালেও উঠেছিল। শিরোপা স্বপ্নে গত দলবদলে ২২ কোটি পাউন্ডেরও বেশি ব্যায়ে একঝাঁক তরুণ খেলোয়াড় দলে টানে তারা।
মৌসুমের শুরুটা অবশ্য বেশ ভালোই করেছিল চেলসি। ডিসেম্বরের শুরুতে ছিল লিগ টেবিলের শীর্ষে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠে তারা। সব মিলে টানা ১৭ ম্যাচ ছিল অপরাজিত। এরপরই ছন্দ হারাতে শুরু করে দলটি।
২০০৩ সালে রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচ ক্লাবটির মালিকানা কিনে নেওয়ার পর এ নিয়ে ১২ জন কোচ বরখাস্ত হলেন।
বৃটিশ গণমাধ্যমের খবর, ল্যাম্পার্ডের জায়গায় ফেভারিট হিসেবে ভাবা হচ্ছে পিএসজির সাবেক কোচ টমাস টুখেলকে।
লিগে ১৯ ম্যাচে আট জয় ও পাঁচ ড্রয়ে ২৯ পয়েন্ট চেলসির, শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে।
-
বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
-
ফেদেরারের ‘র্যাঙ্কিং সেরার রেকর্ড’ ছুঁলেন জোকোভিচ
-
বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
-
বিশ্বকাপ বাছাইয়ে ‘হোম ম্যাচই’ থাকছে না বাংলাদেশের!
-
ফয়সালের দারুণ গোলে ব্রাদার্সের প্রথম জয়
-
আয়োজক হতে পারল না বসুন্ধরা কিংস, এএফসি কাপ মালদ্বীপে
-
পুলিশ এফসিকে উড়িয়ে দিল সাইফ স্পোর্টিং
-
চ্যাম্পিয়নশিপ লিগে জিতেই চলেছে স্বাধীনতা ক্রীড়া সংঘ
সর্বাধিক পঠিত
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- টিভি সূচি (সোমবার, ০১ মার্চ ২০২১)
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- হতাশা পেছনে ফেলে জয়ে ফিরল লিভারপুল
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই