আর্সেনাল ছেড়ে তুরস্কের দলে ওজিল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jan 2021 12:08 AM BdST Updated: 25 Jan 2021 12:08 AM BdST
গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক দিন ধরে। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। আর্সেনাল ছেড়ে তুরস্কের ক্লাব ফেনেরবাচে যোগ দিয়েছেন জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল।
এক বিবৃতিতে রোববার বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।
আর্সেনালে মৌসুমের শুরু থেকেই দলের বাইরে ছিলেন ওজিল। গত সপ্তাহে ফেনেরবাচ ঘোষণা দেয়, তারা ওজিলকে দলে টানার চেষ্টা করছে।
বিশ্বকাপজয়ী ৩২ বছর বয়সী এই ফুটবলার গত মার্চের পর থেকে লন্ডনের দলটির হয়ে কোনো ম্যাচ খেলেননি। দলটিতে তিনি ছিলেন সবচেয়ে বেশি বেতনভুক্ত ফুটবলারদের একজন।
রিয়াল মাদ্রিদ থেকে ২০১৩ সালে ক্লাব রেকর্ড চার কোটি ২০ লাখ পাউন্ডে ওজিলকে দলে টেনেছিল আর্সেনাল। ওই মৌসুমেই আর্সেন ভেঙ্গারের কোচিংয়ে এফএ কাপ জিতে দীর্ঘদিনের শিরোপার অপেক্ষা ঘুচিয়েছিল দলটি, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ওজিল। সব মিলে দলটির হয়ে তিনবার এফএ কাপ জেতেন তিনি।
তবে ভেঙ্গারের উত্তরসূরি উনাই এমেরি এবং এরপর বর্তমান কোচ মিকেল আর্তেতার দলে উপেক্ষিতই ছিলেন ওজিল।
দলটির হয়ে ২৫৪ ম্যাচে ৪৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ৭১টি করিয়েছেন তিনি।
-
‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
-
বার্তোমেউয়ের ঘটনায় বার্সার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে: কুমান
-
জামিনে মুক্ত বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ
-
জয়ে ফিরল মোহামেডান
-
মোহামেডানের প্রিন্স ও চট্টগ্রাম আবাহনীর আরমানের শাস্তি
-
রহমতগঞ্জে হোঁচট শেখ জামালের
-
বাছাইয়ে ষষ্ঠ রোমান সানা
-
লিভারপুল কিংবদন্তি জনের চিরবিদায়
সর্বাধিক পঠিত
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- ইসিকে হেয় করতে সবই করছেন মাহবুব তালুকদার: সিইসি
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন গেইল
- টিভি সূচি (মঙ্গলবার, ০২ মার্চ ২০২১)
- আহমেদাবাদের উইকেট নিয়ে ‘কান্নাকাটিতে’ বিস্মিত রিচার্ডস