এলচেকে হারিয়ে তিনে বার্সা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2021 11:06 PM BdST Updated: 24 Jan 2021 11:49 PM BdST
মাঝে অন্য দুটি প্রতিযোগিতায় হতাশাজনক পারফরম্যান্স করা বার্সেলোনাকে ভুগতে দেখা গেল লা লিগাতেও। কাঙ্ক্ষিত জয় অবশ্য ঠিকই তুলে নিয়েছে তারা। এলচেকে হারিয়ে লিগ টেবিলের তিন নম্বরে উঠে এসেছে রোনাল্ড কুমানের দল।
প্রতিপক্ষের মাঠে রোববার স্থানীয় সময় বিকেলের ম্যাচটি ২-০ গোলে জিতেছে বার্সেলোনা। সৌভাগ্যের ছোঁয়ায় এগিয়ে যাওয়ার পর শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন রিকি পুস।
লিগে এই নিয়ে টানা চার ম্যাচ জিতল তারা, অ্যাওয়ে ম্যাচে টানা পাঁচ। আর শিরোপা পুনরুদ্ধারের অভিযানে তারা অপরাজিত আছে টানা ৯ ম্যাচ।
ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখলেও উল্লেখযোগ্য তেমন কিছু করতে পারছিল না বার্সেলোনা। প্রথম ২০ মিনিটে চারটি ভালো আক্রমণ করেও গোলরক্ষকের কোনো পরীক্ষা নিতে পারেনি তারা।
২৮তম মিনিটে ডি-বক্সের মধ্যে থেকে জর্দি আলবার শট লাগে পাশের জালে। পাঁচ মিনিট পর সের্হিও বুসকেতসের শট একজনের পায়ে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়।

দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে বার্সেলোনার সীমানায় তাদের ডিফেন্ডার অস্কার মিনগেসার পা থেকে বল কেড়ে নিয়ে এগিয়ে যান এমিলিয়ানো রিগোনি। সামনে একমাত্র বাধা গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি আর্জেন্টাইন এই উইঙ্গার। এগিয়ে গিয়ে দারুণ ক্ষিপ্রতায় পা বাড়িয়ে ঠেকান মার্ক-আন্ড্রে টের স্টেগেন। ওখান থেকে পাল্টা আক্রমণে উঠে ডি-বক্সের মুখ থেকে দেম্বেলের শট ঝাঁপিয়ে ঠেকান এলচে গোলরক্ষক এদগার বাদিয়া।
স্প্যানিশ এই গোলরক্ষকের বাধা ৮৩ ও ৮৭তম মিনিটেও পেরুতে পারেনি বার্সেলোনা। দুবারই দেম্বেলের বদলি নামা ত্রিনকাওয়ের প্রচেষ্টা ঝাঁপিয়ে রুখে দেন বাদিয়া।
অবশেষে পেদ্রির বদলি পুস মাঠে নামার দুই মিনিটের মধ্যে স্কোরলাইন ২-০ করেন। ৮৯তম মিনিটে ডান দিকের বাইলাইনের কাছ থেকে ডি ইয়ংয়ের বাড়ানো ক্রসে লাফিয়ে হেডে জয় নিশ্চিত করেন তরুণ স্প্যানিশ মিডফিল্ডার।

বিলবাওয়ের বিপক্ষে লাল কার্ড দেখা মেসির শাস্তি শেষ হলো এলচের বিপক্ষে এই ম্যাচে দিয়ে।
১৯ ম্যাচে ১১ জয় ও চার ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে বার্সেলোনা। ৩ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।
দিনের শেষ ম্যাচে ভালেন্সিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলবে ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদ।
-
‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
-
বার্তোমেউয়ের ঘটনায় বার্সার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে: কুমান
-
জামিনে মুক্ত বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ
-
জয়ে ফিরল মোহামেডান
-
মোহামেডানের প্রিন্স ও চট্টগ্রাম আবাহনীর আরমানের শাস্তি
-
রহমতগঞ্জে হোঁচট শেখ জামালের
-
বাছাইয়ে ষষ্ঠ রোমান সানা
-
লিভারপুল কিংবদন্তি জনের চিরবিদায়
সর্বাধিক পঠিত
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- ইসিকে হেয় করতে সবই করছেন মাহবুব তালুকদার: সিইসি
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন গেইল
- আহমেদাবাদের উইকেট নিয়ে ‘কান্নাকাটিতে’ বিস্মিত রিচার্ডস
- টিভি সূচি (মঙ্গলবার, ০২ মার্চ ২০২১)