ব্রাজিলিয়ান গুইলের্মের গোলে চট্টগ্রাম আবাহনীর জয়

আগের ম্যাচে গোল করে দলকে এনে দিয়েছিলেন প্রথম জয়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন গুইলের্মে গোল করলেন সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষেও। প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় পেল চট্টগ্রাম আবাহনী। ফেডারেশন কাপের সেমি-ফাইনালে হারের ক্ষতেও দিল প্রলেপ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2021, 02:20 PM
Updated : 24 Jan 2021, 02:20 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ১-০ গোলে জিতেছে চট্টগ্রাম আবাহনী। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কাছে ২-১ গোলে হেরে লিগ শুরু করা বন্দরনগরীর দলটি পরের ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে জিতেছিল ১-০ ব্যবধানে।

ফেডারেশন কাপের সেমি-ফাইনালে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ৩-০ গোলে উড়ে গিয়েছিল চট্টগ্রাম আবাহনী।

আর লিগে প্রথম হারের স্বাদ পেল ফেডারেশন কাপের ফাইনালে খেলা সাইফ স্পোর্টিং। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ১-১ ড্র দিয়ে লিগ শুরুর পর মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরের ম্যাচে ২-১ গোলে হারিয়েছিল পল জোসেফ পুটের দল।

প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে ২৪তম মিনিটে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। রাকিব হোসেনের কর্নারে গুইলের্মের হেড ক্রসবারের ভেতরের কানায় লেগে জালে জড়ায়। আরামবাগের বিপক্ষে জেতা ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।

সাইফ স্পোর্টিংয়ের রক্ষণে দ্বিতীয়ার্ধেও চাপ ধরে রাখে চট্টগ্রাম আবাহনী। ৫৩তম মিনিটে গোলরক্ষক বরাবর দুর্বল শট নিয়ে ব্যবধান দ্বিগুণের সুযোগ নষ্ট করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেডু ম্যাথিউ। এরপর চার্লস দিদিয়েরের ক্রসে পা ছোঁয়াতে পারেনি কেউ।

৬৮তম মিনিটে আরিফুর রহমানের শট দূরের পোস্ট দিয়ে বেরিয়ে গেলে ম্যাচে ফেরা হয়নি সাইফ স্পোর্টিংয়ের। দুই মিনিট পর চট্টগ্রাম আবাহনীর রাকিবের শট যায় ক্রসবারের উপর দিয়ে।

যোগ করা সময়ে ডি-বক্সের একটু ওপর থেকে ইয়াসিন আরাফাতের ফ্রি কিক ক্রসবারের উপর দিয়ে গেলে হার নিশ্চিত হয়ে যায় সাইফ স্পোর্টিংয়ের।

অন্য ম্যাচে, মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়ে লিগে প্রথম জয় পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরুতে এগিয়ে গিয়েও শেখ রাসেল ক্রীড়া সংঘের বিপক্ষে ১-১ ড্র করে মোহামেডান স্পোর্টিং ক্লাব।