হতাশা পেছনে ফেলে জয়ে ফিরল ইউভেন্তুস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2021 07:33 PM BdST Updated: 24 Jan 2021 10:46 PM BdST
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে উত্থান-পতনের মধ্যে দিয়ে চলা ইউভেন্তুস এক ম্যাচ পর জয়ে ফিরেছে। দুই অর্ধের দুই গোলে বোলোনিয়াকে হারিয়েছে সেরি আর টানা নয়বারের চ্যাম্পিয়নরা।
আলিয়াঞ্জ স্টেডিয়ামে রোববার স্থানীয় সময় দুপুরে লিগ ম্যাচটি ২-০ গোলে জেতে স্বাগতিকরা। আর্থারের গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ওয়েস্টন ম্যাককেনি।
এবারের সেরি আয় শুরু থেকেই সময়টা ভালো যাচ্ছে না ইউভেন্তুসের। প্রথম ১২ ম্যাচে ছয় ড্রয়ের পর ডিসেম্বরে ফিওরেন্তিনার বিপক্ষে ঘরের মাঠে তারা হেরে বসে ৩-০ গোলে। এরপর টানা তিন ম্যাচ জয়ের পর গত রাউন্ডে ইন্টার মিলানের মাঠে হারে তারকাসমৃদ্ধ তুরিনের দলটি।
ইন্টারের বিপক্ষে সবশেষ ওই ম্যাচে তিন পয়েন্ট হারানোর পাশাপাশি বড্ড সাদামাটা পারফরম্যান্সে সমালোচিত হয় ইউভেন্তুস। কোচ আন্দ্রেয়া পিরলোও ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার তাই জয়ে ফেরার পাশাপাশি খেলার উন্নতির চ্যালেঞ্জও ছিল তাদের সামনে।

২৮তম মিনিটে দারুণ ক্ষিপ্রতায় ডাবল সেভ করে ব্যবধান বাড়তে দেননি লুকাস শোরুপ্সকি। ক্রিস্তিয়ানো রোনালদোর শট পাঞ্চ করে ফেরানোর পর কাছ থেকে ফেদেরিকো বের্নারদেস্কির ফিরতি শট পা দিয়ে রুখে দেন পোলিশ গোলরক্ষক।
প্রথমার্ধে বল দখলে সমান তালে লড়াই করা বোলোনিয়াও ভালো দুটি সুযোগ পেয়েছিল। কিন্তু রবের্তো সোরিয়ানোর পর রিকার্দো ওরসোলিনিয়োও পারেননি প্রতিপক্ষ গোলরক্ষককে কোনো পরীক্ষায় ফেলতে।

৭১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাককেনি। কলম্বিয়ার মিডফিল্ডার কুয়াদরাদোর ক্রসে লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন অরক্ষিত যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ম্যাককেনি।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে আরেকটি সুযোগ পেয়েছিলেন রোনালদো। তবে ১২ গজ দূর থেকে তার বাঁ পায়ের শট ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি বোলোনিয়া গোলরক্ষক।
১৮ ম্যাচে ১০ জয় ও ছয় ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠছে ইউভেন্তুস। সমান পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে এক ম্যাচ বেশি খেলা আতালান্তা।
১৯ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। ২ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে ইন্টার মিলান। তিন নম্বরে থাকা রোমার পয়েন্ট ৩৭।
-
বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
-
ফেদেরারের ‘র্যাঙ্কিং সেরার রেকর্ড’ ছুঁলেন জোকোভিচ
-
বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
-
বিশ্বকাপ বাছাইয়ে ‘হোম ম্যাচই’ থাকছে না বাংলাদেশের!
-
ফয়সালের দারুণ গোলে ব্রাদার্সের প্রথম জয়
-
আয়োজক হতে পারল না বসুন্ধরা কিংস, এএফসি কাপ মালদ্বীপে
-
পুলিশ এফসিকে উড়িয়ে দিল সাইফ স্পোর্টিং
-
চ্যাম্পিয়নশিপ লিগে জিতেই চলেছে স্বাধীনতা ক্রীড়া সংঘ
সর্বাধিক পঠিত
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- টিভি সূচি (সোমবার, ০১ মার্চ ২০২১)
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- হতাশা পেছনে ফেলে জয়ে ফিরল লিভারপুল