রবিনিয়োর গোলে জয়রথে বসুন্ধরা কিংস
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2021 05:11 PM BdST Updated: 23 Jan 2021 05:11 PM BdST
-
ফাইল ছবি
প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। রবসন দি সিলভা রবিনিয়োর গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে অস্কার ব্রুসনের দল।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার ১-০ গোলে জেতে বসুন্ধরা কিংস। উত্তর বারিধারাকে ২-০ গোলে হারিয়ে লিগে শুভসূচনা করা দলটি দ্বিতীয় ম্যাচে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ পুলিশের বিপক্ষে।
এ নিয়ে টানা তিন ম্যাচ হারল ব্রাদার্স। আগের দুই ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ও আবাহনী লিমিটেডের কাছে হেরেছিল তারা।
গত মৌসুমে বসুন্ধরা কিংসের হোম ভেন্যু ছিল নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম। এবার ২০১৮-১৯ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা হোম ভেন্যু হিসেবে বেছে নিয়েছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামকে।
টানা দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামা বসুন্ধরা কিংস শুরু থেকে ব্রাদার্সের রক্ষণে চাপ দিতে থাকে। প্রথম ভালো সুযোগটি তারা পায় ষোড়শ মিনিটে। মাহবুবুর রহমান সুফিলের পাস ধরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে রবিনিয়োর নেওয়া শট ফেরান গোলরক্ষক তিতুমীর চৌধুরি।
চার মিনিট পর রদ্রিগেজের পাস রবিনিয়োর পা হয়ে পেয়ে যান বেসেরা, কিন্তু আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান ফরোয়ার্ডের ব্যাক হিল হয় লক্ষ্যভ্রষ্ট। ২৬তম মিনিটে রবিনিয়োর কর্নারে বেসেরার হেড বাইরে যায়। প্রথমার্ধের শেষ দিকে বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রোয়ে তপু বর্মনের হেড ক্রসবারের ওপর দিয়ে গেলে বসুন্ধরা কিংসের হতাশা আরও বাড়ে।
৬৩তম মিনিটে গোলের অপেক্ষা ফুরায় বসুন্ধরা কিংসের। বাইলাইন থেকে মোহাম্মদ ইব্রাহিমের কাটব্যাকে বক্সে ফাঁকায় থাকা রবিনিয়োর নিখুঁত প্লেসিং শট খুঁজে নেয় জাল। এ নিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের লিগ গোল হলো তিনটি।
৮০তম মিনিটে বেসেরার শট জমে যায় তিতুমীরের গ্লাভসে। আট মিনিট পর এই ফরোয়ার্ডের আরেকটি শট ঠেকিয়ে ব্যবধান দ্বিগুণ হতে দেননি ব্রাদার্স গোলরক্ষক।
তিন জয়ে ৯ পয়েন্ট বসুন্ধরা কিংসের।
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
-
২ হাজার খুদে দাবাড়ু নিয়ে স্কুল দাবা
-
মুক্তিযোদ্ধা সংসদকে গোলে ভাসাল রহমতগঞ্জ
-
লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ