লিগে চট্টগ্রাম আবাহনীর প্রথম জয়

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন গুইলের্মের দারুণ গোলে প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2021, 11:51 AM
Updated : 21 Jan 2021, 11:51 AM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ১-০ গোলে জিতে চট্টগ্রাম আবাহনী। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ২-১ গোলে হেরে লিগ শুরু করেছিল বন্দরনগরীর দলটি।

দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত চট্টগ্রাম আবাহনী। কিন্তু সতীর্থের ক্রসে গোলমুখ থেকে পা ছোঁয়াতে পারেননি নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেডু ম্যাথিউ।

দশম মিনিটে ভাগ্যের ফেরে গোল পায়নি মোহামেডান স্পোর্টিংয়ের কাছে ৩-০ ব্যবধানে হেরে লিগ শুরু করা আরামবাগ। ক্রিস্টোফার চিজোবার শট ক্রসবারে লেগে ফেরে।

২৬তম মিনিটে ম্যাথিউয়ের ক্রসে রাকিব হোসেনের ফ্লিক ক্রসবারে লাগলে হতাশা বাড়ে চট্টগ্রাম আবাহনীরও।

চার মিনিট পর ম্যাথিউ-গুইলের্মের বোঝাপড়ায় গোল পায় চট্টগ্রাম আবাহনী। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা ম্যাথিউয়ের ক্রস ঊরু দিয়ে নামিয়ে নিখুঁত ভলিতে লক্ষ্যভেদ করেন গুইলের্মে।

৫০তম মিনিটে ছোট ডি-বক্সের একটু ওপর থেকে চিজোবার শট উড়ে গেলে সমতায় ফেরার ভালো সুযোগ নষ্ট হয় আরামবাগের। ৭২তম মিনিটে ব্যবধান দ্বিগুণের সুযোগ পেয়েছিল চট্টগ্রাম আবাহনী। চার্লস দিদিয়েরের শট কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক আবুল কাশেম মিলন। কর্নারে ম্যাথিউয়ের হেড গোললাইন থেকে ফেরান রাসেল মুন্সি।

অন্য ম্যাচে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারায় সাইফ স্পোর্টিং। লিগে পল জোসেফ পুটের দলের এটি প্রথম জয়।