ডে ব্রুইনে ও ওয়াকারের চোট ভাবাচ্ছে গুয়ার্দিওলাকে

অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যানচেস্টার সিটি স্বস্তির জয় পেলেও ওই ম্যাচেই চোটে পড়েছেন দলের তারকা মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে ও ডিফেন্ডার কাইল ওয়াকার। গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়ের চোট দুর্ভাবনায় ফেলেছে দলটির কোচ পেপ গুয়ার্দিওলাকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2021, 10:50 AM
Updated : 21 Jan 2021, 12:07 PM

প্রিমিয়ার লিগে বুধবার নিজেদের মাঠে ম্যাচের শেষ দিকে বের্নার্দো সিলভা ও ইলকাই গিনদোয়ানের গোলে ২-০ ব্যবধানে জেতে সিটি।

ম্যাচের ২৮তম মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে আঘাত পেয়ে মাঠ ছাড়েন ফুল-ব্যাক ওয়াকার। আর ৫৯তম মিনিটে পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন মিডফিল্ডার ডে ব্রুইনে।

ম্যাচ শেষে তাদের চোট নিয়ে নিশ্চিত কিছু জানাতে পারেননি গুয়ার্দিওলা। তবে দুর্ভাবনার বিষয়টি লুকাননি।

“আমি চিকিৎসকের সঙ্গে এখনও কথা বলিনি… কাইল যদি উঠে আসার কথা বলে থাকে, তার মানে সমস্যা হয়েছিল। আশা করি, এটা কেবল একটা লাথি ছিল।”

ডে ব্রুইনের চোটের জন্য ঠাসা সূচির দায় দিলেন স্প্যানিশ কোচ।

“আঘাত পেয়ে কেভিন তার পায়ে হাত দিয়ে ছিল। তাই আমার মনে হয়, এটা পেশির কোনো সমস্যা হবে… ঠাসা সূচিতে অনেক ম্যাচ খেললে এমনটা হওয়া স্বাভাবিক।”

লিগে টানা ষষ্ঠ জয়ে কিছু সময়ের জন্য পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছিল সিটি। পরের ম্যাচে ফুলহ্যামকে হারিয়ে তাদের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে শীর্ষে ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। অবশ্য ম্যাচ একটা কম খেলেছে গুয়ার্দিওলার দল।