এমন হারেও বিব্রত নয় রিয়াল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2021 02:58 PM BdST Updated: 21 Jan 2021 04:08 PM BdST
-
রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। ছবি: রিয়াল মাদ্রিদ
-
তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে কোপা দেল রে থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। ছবি: রিয়াল মাদ্রিদ
আসর শুরু করতে না করতেই কোপা দেল রে থেকে ছিটকে গেছে দল। হারটাও তৃতীয় সারির দল আলকোইয়ানোর বিপক্ষে। তবে ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদ কোচের মতে, দলের জন্য এটা কোনো বিব্রতকর পরিস্থিতি নয়।
প্রতিপক্ষের মাঠে বুধবার প্রতিযোগিতার শেষ বত্রিশের ম্যাচে ২-১ গোলে হারে রিয়াল। এদের মিলিতাওয়ের গোলে জিদানের দল এগিয়ে যাওয়ার পর শেষ দিকে হোসে সোলবেসের গোলে ম্যাচ অতিরিক্ত সময়ে নেয় আলকোইয়ানো। সেখানে একজন কম নিয়েও হুয়ানান কাসানোভার গোলে অবিশ্বাস্য জয়ের আনন্দে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
দলটা রিয়াল বলে এমন হারে শোরগোল ওঠাই স্বাভাবিক। প্রশ্নও উঠল, এই হার রিয়ালের জন্য বিব্রতকর কি-না। তবে ম্যাচ শেষে জিদান বললেন, ফুটবলে এমনটা হতেই পারে।
“এটা বিব্রতকর নয়, এটা এমন একটা কিছু যা ফুটবলে ঘটতেই পারে।”
“একজন ফুটবলারের ক্যারিয়ারে এমন কিছু ঘটতেই পারে তবে আমি এর দায় নিচ্ছি। আমরা কাজ চালিয়ে যাব। এর জন্য আমরা দিশেহারা হয়ে যাচ্ছি না।”

তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে কোপা দেল রে থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। ছবি: রিয়াল মাদ্রিদ
২০১৫-১৬ আসরে কাদিজের বিপক্ষে নিষিদ্ধ খেলোয়াড় খেলানোর দায়ে শেষ ৩২ থেকে ছিটকে যেতে হয়েছিল প্রতিযোগিতার তৃতীয় সর্বোচ্চ ১৯ বারের চ্যাম্পিয়নদের।
নিয়মিত খেলোয়াড়দের অনেককে বাইরে রেখে এদিন খেলতে নেমেছিল রিয়াল। যারা খেলেছেন তাদের নিবেদনে ঘাটতি দেখছেন না জিদান।
“খেলোয়াড়রা মাঠে উজাড় করে দিয়েছে, আমাদের কম সুযোগ ছিল এবং সেগুলো গোলে পরিণত করতে না পারলে এমই হয়। তাদের গোলরক্ষক দুই-তিনটি দুর্দান্ত সেভ করেছে। আমারা দ্বিতীয় গোলটা করতে পারিনি। এটা করতে পারলে ম্যাচের গল্পটা ভিন্ন হতে পারত।”
“এটা কঠিন একটা মুহূর্ত কারণ আমরা কাপ থেকে ছিটকে গেছি। আজ আমরা যা করেছি তার চেয়ে আরও বেশি কিছু করার দরকার ছিল, তবে আমরা অন্তত সব চেষ্টা করেছি।”
লা লিগায় গত বছরের শেষ ম্যাচে এলচের মাঠে ড্র করার পর নতুন বছরের শুরুতে সেল্তা ভিগোর বিপক্ষে ঘরের মাঠে জিতেছিল রিয়াল। এরপর ওসাসুনার মাঠে আবারও পয়েন্ট হারিয়ে বসে মাদ্রিদের দলটি।
লিগে অমন হতাশাজনক পথচলার পর গত বৃহস্পতিবার স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে হেরে বিদায় নেয় টুর্নামেন্টটির গতবারের চ্যাম্পিয়নরা। এবার বিদায় নিল কোপা দেল রেতে প্রথম খেলতে নেমেই।
জয়ে ফেরার লক্ষ্যে শনিবার লিগে জিদানের দলের প্রতিপক্ষ স্বাগতিক আলাভেস।
-
বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
-
ফেদেরারের ‘র্যাঙ্কিং সেরার রেকর্ড’ ছুঁলেন জোকোভিচ
-
বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
-
বিশ্বকাপ বাছাইয়ে ‘হোম ম্যাচই’ থাকছে না বাংলাদেশের!
-
ফয়সালের দারুণ গোলে ব্রাদার্সের প্রথম জয়
-
আয়োজক হতে পারল না বসুন্ধরা কিংস, এএফসি কাপ মালদ্বীপে
-
পুলিশ এফসিকে উড়িয়ে দিল সাইফ স্পোর্টিং
-
চ্যাম্পিয়নশিপ লিগে জিতেই চলেছে স্বাধীনতা ক্রীড়া সংঘ
সর্বাধিক পঠিত
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- টিভি সূচি (সোমবার, ০১ মার্চ ২০২১)
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- হতাশা পেছনে ফেলে জয়ে ফিরল লিভারপুল