রোনালদো-মোরাতার গোলে সুপার কাপ ইউভেন্তুসের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2021 04:02 AM BdST Updated: 21 Jan 2021 05:15 AM BdST
-
নাপোলিকে হারিয়ে ইউভেন্তুসের শিরোপা উৎসব
-
-
প্রথমার্ধে নিজের ছায়া হয়ে থাকা ক্রিস্তিয়ানো রোনালদো বিরতির পর পেলেন গোলের দেখা। সমতা টানার সুবর্ণ সুযোগ পেয়ে হতাশ করলেন লরেন্সো ইনসিনিয়ে। শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করলেন আলভারো মোরাতা। নাপোলিকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ জিতল ইউভেন্তুস।
Related Stories
মাপেই স্টেডিয়ামে বুধবার রাতে ২-০ গোলে জেতে ইউভেন্তুস। এ নিয়ে প্রতিযোগিতাটির নবম শিরোপা জিতল তুরিনের ‘ওল্ড লেডি’রা। ২০১৪ সালে সর্বশেষ ইতালিয়ান সুপার কাপ জেতা নাপোলির অপেক্ষা বাড়ল আরও।
গত বছরের জুনে ইতালিয়ান কাপের ফাইনালে নাপোলির বিপক্ষে টাইব্রেকারে হেরে শিরোপা খুইয়েছিল ইউভেন্তুস। সে হারের ক্ষতে প্রলেপ দিল আন্দ্রেয়া পিরলোর দল। ইউভেন্তুসের কোচ হিসেবে প্রথম শিরোপার স্বাদও পেলেন দলটির সাবেক ফুটবলার পিরলো।

সপ্তম মিনিটে রোনালদোর দূরপাল্লার শট এক ডিফেন্ডারের গায়ে লেগে ক্রসবারের ওপর দিয়ে যায়। ২৩তম মিনিটে ইনসিনিয়ের নিচু ক্রস থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি নাপোলির আন্দ্রেয়া পেতানিয়া।
দুই মিনিট পর লিওনার্দো বোনুচ্চির বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়েছিলেন রোনালদো। কিন্তু ডিফেন্ডার কালিদু কলিবালির বাধা পেরুতে পারেননি পর্তুগিজ তারকা। ২৯তম মিনিটে ভয়চেখ স্ট্যাসনির দৃঢ়তায় বেঁচে যায় ইউভেন্তুস। বাইলাইন থেকে ডেম্মের ক্রসে পেতানিয়ার হেড দূরের পোস্ট দিয়ে ঢোকার আগ মুহূর্তে ফেরান গোলরক্ষক। ম্যাচে এটাই ছিল গোলমুখে প্রথম শট!
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেতে পারতো ইউভেন্তুস। বাইলাইন থেকে ওয়েস্টন ম্যাককেনির ক্রসে ফেদেরিকো বের্নারদেস্কির টোকায় বল ছুটছিল জালের দিকে। গোললাইন থেকে ফেরান গোলরক্ষক দাভিদ অসপিনা।

সব প্রতিযোগিতা মিলে টানা তিন ম্যাচ জিতে আসা নাপোলির সমতায় ফেরার দারুণ আশা জেগেছিল ৭৮তম মিনিটে। ম্যাককেনির ফাউলে ড্রিস মের্টেন্স ডি-বক্সে পড়ে গেলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। পোস্টের বাইরে দিয়ে যায় ইনসিনিয়ের স্পট কিক।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মোরাতার গোলে ইতালিয়ান সুপার কাপের মুকুট পুনরুদ্ধার নিশ্চিত হয়ে যায় ইউভেন্তুসের। প্রতি-আক্রমণে হুয়ান কুয়াদরাদোর পাস পেয়ে ডান পায়ের নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ ফরোয়ার্ড।
-
সালাউদ্দিনের ‘সিম্পল চাওয়া’
-
রিয়ালের বিপক্ষে ইতিহাস গড়েই ভবিষ্যৎ নিয়ে ভাববেন মিনামিনো
-
চোটে কিংসের চার জনকে নিয়ে অনিশ্চয়তা
-
'ঘটনাচক্রে ফাইনালে আসিনি, লিভারপুলের জন্য রিয়াল প্রস্তুত'
-
সেরা কোচের দুই স্বীকৃতি পেলেন ক্লপ
-
নিবেদন আর প্রেরণা দিয়ে ফাইনাল জেতা যাবে না: আনচেলত্তি
-
টিভিতে আজ
-
গ্র্যান্ড স্ল্যামে ফিরেই জোকোভিচের দারুণ জয়
সর্বাধিক পঠিত
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন