আব্দুল্লাহর গোলে জয়ের ধারায় শেখ রাসেল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2021 06:09 PM BdST Updated: 20 Jan 2021 06:09 PM BdST
-
ফাইল ছবি
নিষ্প্রাণ প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে দৃষ্টিনন্দন সাইড ভলিতে জাল খুঁজে নিলেন মোহাম্মদ আব্দুল্লাহ। এ গোলটি আগলে রেখে প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল শেখ রাসেল ক্রীড়া চক্র।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ১-০ গোলে হারায় লিগের ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়নরা। দুই জয়ে ৬ পয়েন্ট সাইফুল বারী টিটুর দলের।
শুরু থেকে বলের নিয়ন্ত্রণে মনোযোগী দুই দল প্রতিপক্ষ গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষাই নিতে পারেনি। শেখ রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড ওবি মোনেকে কয়েকবার আক্রমণে উঠলেও শট লক্ষে রাখতে পারেননি। রহমতগঞ্জের ভাসিয়েভ-রেমিও ছিলেন ছায়া হয়ে।
সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ১-১ ড্র করে লিগ শুরু করা রহমতগঞ্জ ম্যাড়মেড়ে প্রথমার্ধে প্রথম ভালো সুযোগটি পায় ৩৮তম মিনিটে। কিন্তু দিলসভ ভাসিয়েভের ক্রস ধরে সুহেল মিয়া উড়িয়ে মেরে হতাশ করেন।
পরের মিনিটে প্রতিআক্রমণ থেকে সুযোগ পেয়েছিল ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে লিগে শুভসূচনা করা শেখ রাসেল। কিন্তু মোনেকের জোরালো শট পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়।
৬০তম মিনিটে বখতিয়ার দুইশবেকভের ক্রসে আব্দুল্লাহর প্লেসিং দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়। ৭৪তম মিনিটে অবশেষে গোলের অপেক্ষা ফুরায় শেখ রাসেলের। দুইশবেকভের কর্নারে আব্দুল্লাহর নিখুঁত সাইড ভলি চোখের পলকে জালে জড়ায়। ব্রাদার্সের বিপক্ষে দলের জেতা ম্যাচেও প্রথম গোলটি করেছিলেন এই মিডফিল্ডার।
পিছিয়ে পড়ার পর রহমতগঞ্জ যেন খেই হারিয়ে ফেলে। শেখ রাসেলের রক্ষণ ভেঙে গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে তেমন কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি তারা।
৮৮তম মিনিটে সতীর্থের ক্রসে ক্রিস রেমির হেড ক্রসবারের উপর দিয়ে গেলে রহমতগঞ্জ পায়নি সমতায় ফেরা গোলের দেখা। লিগে প্রথম হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়ে সৈয়দ গোলাম জিলানীর দল।
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- আবার বার্সা সভাপতি লাপোর্তা