ফিলহো-বেলফোর্টে অনায়াস জয় আবাহনীর

প্রথম ম্যাচের মতো গোলের জন্য এবার শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়নি আবাহনী লিমিটেডকে। প্রথমার্ধে ফ্রান্সিসকো রদ্রিগেজ দি সৌজা ফিলহো দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করলেন কেরভেন্স ফিলস বেলফোর্ট। পরে কয়েকটি নিশ্চিত সুযোগ নষ্ট হলেও ব্রাদার্স ইউনিয়নকে অনায়াসে হারানোর তৃপ্তি নিয়ে মাঠ ছেড়েছে মারিও লেমোসের দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2021, 02:22 PM
Updated : 19 Jan 2021, 04:45 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ব্রাদার্সকে ২-০ গোলে হারিয়ে লিগে টানা দ্বিতীয় জয় তুলে নেয় আবাহনী। শেষ দিকের গোলে পুলিশ এফসিকে হারিয়ে লিগ শুভসূচনা করেছিল ২০১৭-১৮ মৌসুমের চ্যাম্পিয়নরা।

শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে ২-১ গোলে হেরে লিগ শুরু করা ব্রাদার্স এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারল।

প্রথমার্ধে আবাহনীর আক্রমণ সামলে সুযোগ পেলে পাল্টা আক্রমণে উঠছিল ব্রাদার্স। দ্বাদশ মিনিটে মাসিহ সাইঘানির থ্রু বল ভালো পজিশনে ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে পারেননি বেলফোর্ট। ২০তম মিনিটে ফয়সাল মাহমুদের ক্রসে পা ছোঁয়াতে পারেনি ব্রাদার্সের কেউ।

৩১তম মিনিটে ফিলহোর দুর্বল পেনাল্টি শট মহিউদ্দিন রানুর গ্লাভস ছুঁয়ে জালে জড়ালে এগিয়ে যায় আবাহনী। ডি-বক্সে রুবেলকে নাইজেরিয়ান ডিফেন্ডার ওসাগি মনডে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

নয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা রুবেলের আড়াআড়ি ক্রস ধরে ঠাণ্ডা মাথায় ডান পায়ের শটে জাল খুঁজে নেন বেলফোর্ট। পুলিশের বিপক্ষে কষ্টে জেতা ম্যাচে একমাত্র গোলটিও করেছিলেন হাইতির এই ফরোয়ার্ড।

প্রথমার্ধের যোগ করা সময়ে মহিউদ্দিনের দৃঢ়তায় ব্যবধান বাড়েনি। ওয়ালি ফয়সালের ক্রসে বেলফোর্টের হেড ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার পর ছুটে এসে ফেরান গোলরক্ষক। একটু পর মামুনুলের কর্নারে ফিলহোর ফ্লিক পোস্টের বাইরের কানায় লেগে বেরিয়ে যায়।

৫৫তম মিনিটে লক্ষ্যভ্রষ্ট শট নেন ফিলহো। পাঁচ মিনিট পর ডান দিক দিয়ে আক্রমণে ওঠা রুবেলের শটও পোস্টে লাগে।

৮৮তম মিনিটে নাইম হোসেনের শট ক্রসবার কাঁপিয়ে ফিরলে ব্যবধান কমানো গোলের দেখাও পায়নি ব্রাদার্স।

অন্য ম্যাচে রবসন দি সিলভা রবিনিয়োর জোড়া গোলে পুলিশ এফসিকে ২-১ ব্যবধানে হারায় বসুন্ধরা কিংস। এ নিয়ে টানা দ্বিতীয় জয় পেল অস্কার ব্রুসনের দল।

টানা দুই জয়ে আবাহনী ও বসুন্ধরা কিংসের পয়েন্ট সমান ৬ করে।