অবামেয়াংয়ের গোলে ফেরা দলের জন্য দারুণ: আর্তেতা

চলতি মৌসুমে চেনা রূপে নেই পিয়েরে-এমেরিক অবামেয়াং। ধুঁকছে তার দল আর্সেনালও। প্রিমিয়ার লিগে গত কয়েক ম্যাচে অবশ্য ছন্দে ফেরার আভাস দিয়েছে দলটি। এবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করে ফর্মে ফেরার আভাস দিলেন অবামেয়াংও। নিজের আত্মবিশ্বাস বাড়াতে ও দলের সফলতার জন্য গ্যাবন স্ট্রাইকারের গোল খুব দরকার, বললেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2021, 12:57 PM
Updated : 19 Jan 2021, 06:31 PM

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে সোমবার ৩-০ গোলে জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে অবামেয়াংয়ের গোলে এগিয়ে যায় আর্সেনাল। ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ মিডফিল্ডার বুকায়ো সাকা। পরে আবামেয়াংয়ের দ্বিতীয় গোলে বড় ব্যবধানের জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলে করেছিলেন ২৯ গোল, লিগে ২২টি। এবার পাঁচ ম্যাচ পর লিগে জালের দেখা পেলেন ৩১ বছর বয়সী আবামেয়াং। আসরে তার গোল হলো পাঁচটি।

দলের তারকা খেলোয়াড়কে ফর্মে ফিরতে দেখে খুশি আর্তেতা।

“আত্মবিশ্বাস বাড়াতে এটা (জোড়া গোল) তার দরকার ছিল। দলকে সফলতার পথে চলতেও তার ফর্মে থাকার দরকার।”

“আমরা তার গোল মিস করছিলাম। তার ফর্মে ফেরা তাই দলের জন্য দারুণ ব্যাপার।”

সবশেষ পাঁচ ম্যাচে আর্সেনালের এটি চতুর্থ জয়, অন্যটি ড্র। পয়েন্ট তালিকার ১০ নম্বরে উঠে এসেছে তারা।

চারে থাকা লিভারপুলের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল। শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ব্যবধান ১০ পয়েন্টের।