গ্রিজমানের চোখে বার্সার হারের কারণ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2021 06:14 PM BdST Updated: 18 Jan 2021 06:14 PM BdST
-
অঁতোয়ান গ্রিজমানের এই উৎসব শেষ পর্যন্ত স্থায়ী হয়নি।
-
রক্ষণের দূর্বলতা বেশ ভোগাচ্ছে বার্সেলোনাকে।
হতে পারতেন ফাইনালের নায়ক। কিন্তু আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে দল হেরে যাওয়ায় শেষটা হয়েছে হতাশার। দুবার এগিয়ে গিয়েও স্প্যানিশ সুপার কাপে শিরোপা হাতছাড়া হওয়ার পেছনে রক্ষণভাগের দায় দেখছেন বার্সেলোনা ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান।
সেভিয়ায় রোববার নির্ধারিত সময়ে দুইবার দলকে এগিয়ে নিয়েছিলেন গ্রিজমান, দুইবারই সমতা টেনে ম্যাচ অতিরিক্ত সময়ে নেয় বিলবাও। সেখানে ৩-২ ব্যবধানে জিতে করে শিরোপা উৎসব।
এছাড়া অফসাইডের কারণে তারা একটি গোল পায়নি। অতিরিক্ত সময়ে দুবার তারা হারায় গোলের নিশ্চিত সুযোগ। আর এগুলোই বলে দেয় বার্সেলোনার রক্ষণের দুর্বলতা। ম্যাচ শেষে মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে যা লুকাননি গ্রিজমান।
“আমি ক্ষুব্ধ, বিরক্ত ও হতাশ। ফাইনাল হারের পর সব ধরনের খারাপ জেঁকে বসে।”
সাম্প্রতিক বছরগুলোতে বারবার বড় ম্যাচে ভুগতে দেখা যাচ্ছে বার্সেলোনাকে। চ্যাম্পিয়ন্স লিগে পরপর দুই আসরে রোমা ও লিভারপুলের বিপক্ষে হেরে অপ্রত্যাশিত বিদায়ে কর্নার থেকে গোল খেয়েছিল দলটি।

রক্ষণের দূর্বলতা বেশ ভোগাচ্ছে বার্সেলোনাকে।
বিলবাও যে সহজ কোনো প্রতিপক্ষ নয়, তা সেমি-ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে জানান দিয়েছিল তারা। গ্রিজমানরাও জানতেন তা। কৌশলগত ভুলের মাশুল দিতে হয়েছে বলে মনে করেন ফরাসি এই ফরোয়ার্ড।
“আমরা জানতাম মার্সেলিনোর দল চাপ তৈরি করে এবং তারা ভালো খেলে। তবে আমরা কৌশলগত অনেক ভুল করেছি।”
“আমরা বাজেভাবে রক্ষণ সামলেছি এবং সেট পিসের সময় নিজেদের মধ্যে যোগাযোগ ভালো ছিল না; বল বিপদমুক্ত করা কিংবা চাপ বাড়ানোর সময় কাউকে চিৎকার করে দিক নির্দেশনা দিতে হয়, এই ধরনের ছোট ছোট বিষয়গুলো গুরুত্বপূর্ণ।”
বিলবাও প্রথমে সমতায় ফেরে অস্কার দে মার্কোসের গোলে। পরে ৯০তম মিনিটে আসিয়েরের লক্ষ্যভেদে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। সেখানে ব্যবধান গড়ে দেন ইনাকি উইলিয়ামস।
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
-
২ হাজার খুদে দাবাড়ু নিয়ে স্কুল দাবা
-
মুক্তিযোদ্ধা সংসদকে গোলে ভাসাল রহমতগঞ্জ
-
লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ