ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2021 03:48 AM BdST Updated: 18 Jan 2021 04:10 AM BdST
শুরুতেই দলকে এগিয়ে নিলেন আর্তুরো ভিদাল। সতীর্থের গোলে অবদান রাখা নিকোলো বারেল্লা নিজেও পেলেন জালের দেখা। ম্যাচ জুড়ে আক্রমণাত্মক খেলে ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার মিলান।
নিজেদের মাঠ সান সিরোয় রোববার রাতে সেরি আয় শিরোপাধারীদের ২-০ ব্যবধানে হারিয়ে পয়েন্টের হিসেবে শীর্ষে থাকা এসি মিলানের পাশে বসেছে আন্তোনিও কন্তের দল।
লিগে দুই ম্যাচ পর জয়ের স্বাদ পেল ইন্টার। টানা তিন জয়ের পর হারল গত নয় আসরের চ্যাম্পিয়ন ইউভেন্তুস।

২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। পাল্টা আক্রমণে ডি-বক্সের বাইরে থেকে রোমেলু লুকাকুর শট গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি ঝাঁপিয়ে ফেরানোর পর বল পেয়ে যান লাউতারো মার্তিনেস। কিন্তু কাছ থেকে উড়িয়ে মেরে হতাশ করেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার।
ম্যাচে ইন্টার গোলরক্ষক সামির হান্দানোভিচকে সেভাবে পরীক্ষায়ই ফেলতে পারেননি রোনালদো-মোরাতারা। ৩৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে পর্তুগিজ তারকার শট সহজেই ঠেকান হান্দানোভিচ। বিরতির আগে ডি-বক্সে দারুণ সুযোগ পেয়েও ঠিকমতো শট নিতে পারেননি লুকাকু।
আক্রমণে আধিপত্য ধরে রেখে দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইন্টার। মাঝমাঠ থেকে আলেসান্দ্রো বাস্তোনির লম্বা পাস ধরে ডি-বক্সে ঢুকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ইতালিয়ান মিডফিল্ডার বারেল্লা।

১৮ ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইন্টার। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান।
১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ফিওরেন্তিনাকে ৬-০ গোলে হারানো নাপোলি। এক ম্যাচ বেশি খেলে তাদের সমান পয়েন্ট নিয়ে চারে রোমা।
১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে আগের মতো পাঁচে আছে ইউভেন্তুস।
-
‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
-
বার্তোমেউয়ের ঘটনায় বার্সার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে: কুমান
-
জামিনে মুক্ত বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ
-
জয়ে ফিরল মোহামেডান
-
মোহামেডানের প্রিন্স ও চট্টগ্রাম আবাহনীর আরমানের শাস্তি
-
রহমতগঞ্জে হোঁচট শেখ জামালের
-
বাছাইয়ে ষষ্ঠ রোমান সানা
-
লিভারপুল কিংবদন্তি জনের চিরবিদায়
সর্বাধিক পঠিত
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- ইসিকে হেয় করতে সবই করছেন মাহবুব তালুকদার: সিইসি
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন গেইল
- আহমেদাবাদের উইকেট নিয়ে ‘কান্নাকাটিতে’ বিস্মিত রিচার্ডস
- টিভি সূচি (মঙ্গলবার, ০২ মার্চ ২০২১)