অঁজিকে হারিয়ে শীর্ষে পিএসজি

শুরুর ছন্দহীনতা কাটিয়ে ঘুরে দাঁড়াল পিএসজি। দারুণ এক গোল করলেন লেইভিন কুরজাওয়া। অঁজিকে হারিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষ উঠল প্যারিসের দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2021, 09:58 PM
Updated : 16 Jan 2021, 10:16 PM

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ১-০ ব্যবধানে জিতেছে করোনাভাইরাসের ছোবলে জর্জরিত শিরোপাধারীরা। তিন জন খেলোয়াড়ের পাশাপাশি দলটির কোচ মাওরিসিও পচেত্তিনোও আক্রান্ত।

আগের রাউন্ডে ভাঁস্তকে ৩-০ গোলে হারানো পিএসজি দ্বিতীয় মিনিটে গোল খেতে বসেছিল। দারুণ এক সেভ করে সে যাত্রায় দলকে বাঁচান গোলরক্ষক কেইলর নাভাস। 

নেইমার, কিলিয়ান এমবাপে, মোইজে কিনদের নিয়ে গড়া পিএসজির আক্রমণভাগ প্রথমার্ধে সেভাবে গোলরক্ষকের পরীক্ষা নিতে পারেনি। বিরতির আগে তারা উল্লেখযোগ্য সুযোগ পায় ২৭তম মিনিটে। আনহেল দি মারিয়ার পাস ডি-বক্সে খুঁজে পায় নেইমারকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে পাশের জাল কাঁপায়।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে আরেকবার নাভাসের দৃঢ়তায় বেঁচে যায় পিএসজি। সতীর্থের ক্রসে কাছ থেকে দিওনির ডাইভিং হেড পা দিয়ে ফেরান তিনি।

তিন মিনিট পর ভালো একটি সুযোগ পায় পিএসজি। নেইমারের থ্রু বল ধরে এমবাপের নেওয়া শট কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক। পরের মিনিটে নেইমারের পাস থেকেই গোলরক্ষক বরাবর শট নেন দি মারিয়া।

৭০তম মিনিটে জয়সূচক গোলটি করেন কুরজাওয়া। ডান দিক থেকে আলেস্সান্দ্রো ফ্লোরেন্সির ক্রস ডি-বক্সে ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি স্বাগতিকরা। প্রথম স্পর্শে বাঁ পায়ের জোরালো ভলিতে ঠিকানা খুঁজে নেন ফরাসি ডিফেন্ডার কুরজাওয়া।

২০ ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে পিএসজির পয়েন্ট হলো ৪২। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিওঁ দুইয়ে, ১ পয়েন্ট কম নিয়ে লিল তিন নম্বরে আছে।