ফুটবল ছাড়ার কথা ভেবেছিলেন নেইমার

বয়স কেবল ২৮, এর মাঝেই একবার ফুটবলের প্রতি তিক্ততা ভর করেছিল নেইমারকে। ভাবতে শুরু করেছিলেন অবসর নিয়েও। পরে অবশ্য খেলাটির প্রতি গভীর টানই পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ফিরিয়ে আনে কঠিন এই অবস্থা থেকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2021, 03:41 PM
Updated : 16 Jan 2021, 03:41 PM

একটা সময় ফুটবলের প্রতি আবেগের অভাব অনুভব করা শুরু করেন নেইমার। ভুগতে থাকেন সিদ্ধান্তহীনতায়। ম্যাগাজিন গ্যাফারকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন সেই সময়ের কথা।

“আমি একবার নিজেকে জিজ্ঞাসা করেছিলাম যে, আমি ফুটবল খেলা চালিয়ে যেতে চাই কিনা। একদিন বাড়ি ফিরে ভাবতে শুরু করি, আজ আমি যেখানে, সেখানে পৌঁছানোর জন্য যা কিছু করেছি সে সব নিয়ে।”

“ফুটবলের প্রতি আমার আবেগ আমাকে শান্ত করে এবং আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে।”