করোনাভাইরাসে আক্রান্ত পিএসজি কোচ

কয়েকজন খেলোয়াড় ও স্টাফের পর এবার পিএসজির নতুন কোচ মাওরিসিও পচেত্তিনো কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2021, 10:26 AM
Updated : 16 Jan 2021, 10:26 AM

সবশেষ পরীক্ষায় পচেত্তিনোর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার কথা শুক্রবার ক্লাবের ওয়েবসাইটে জানানো হয়। নিয়ম মেনে এখন তিনি সেলফ আইসোলেশনে থাকবেন।

এর আগে নতুন বছরে দলটির তিন ফুটবলারের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিয়েছিল ক্লাবটি। ডিফেন্ডার টিলো কেরার ও মিডফিল্ডার রাফিনিয়ার পর সবশেষ ডিফেন্ডার কুলাঁ দেগবা পজিটিভ হন।

এ মাসের শুরুতে প্যারিসের ক্লাবটির দায়িত্ব নেন টটেনহ্যাম হটস্পারের সাবেক কোচ পচেত্তিনো। লিগে সাঁত এতিয়েনের বিপক্ষে পয়েন্ট হারিয়ে নতুন চ্যালেঞ্জের শুরুটা ভালো না হলেও এরই মধ্যে জয়ের দেখা পেয়েছেন তিনি। পেয়েছেন শিরোপার স্বাদও।

গত বুধবার অলিম্পিক মার্সেইকে হারিয়ে পিএসজি ফরাসি সুপার কাপ ঘরে তোলে। কোচিং ক্যারিয়ারেই এই আর্জেন্টাইনের এটিই প্রথম শিরোপা।