শেখ রাসেলের শুভসূচনা
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jan 2021 10:17 PM BdST Updated: 15 Jan 2021 10:17 PM BdST
-
ফাইল ছবি
তিন মিনিটের মধ্যে দুই গোল করল শেখ রাসেল ক্রীড়া চক্র। প্রথমার্ধেই পেনাল্টি গোলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি ব্রাদার্স ইউনিয়ন। তাদের হারিয়ে প্রিমিয়ার লিগে শুভসূচনা করেছে সাইফুল বারী টিটুর দল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ব্রাদার্সকে ২-১ গোলে হারায় শেষ রাসেল।
ত্রয়োদশ মিনিটে গোলরক্ষক মহিউদ্দিন পোস্ট ছেড়ে বেরিয়ে এসে বল গ্লাভসে নিলে ফ্রি কিক পায় শেখ রাসেল। বক্সের বাঁ দিক থেকে ফ্রি কিকে লক্ষ্যভেদ করেন মোহাম্মদ আব্দুল্লাহ।
২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়নদের দ্বিতীয় গোলটি করেন জিয়ানকার্লো লোপেস। বখতিয়ার দুইশবেকভের লং বল বক্স ছেড়ে বেরিয়ে এসে বিপদমুক্ত করতে গিয়ে পারেননি গোলরক্ষক। হেডে জাল খুঁজে নেন লোপেস।
২৭তম মিনিটে আরিফুল ইসলামের শট গোলরক্ষক সবুজ দাস রঘুর গায়ে লেগে বাইরে গেলে ম্যাচে ফেরার সুযোগ নষ্ট হয় ব্রাদার্সের।
পাঁচ মিনিট পর সিও জুনাপিওর সফল স্পট কিকে ঘুরে দাঁড়ায় ব্রাদার্স। ডি-বক্সে দিদারুলের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন।
দ্বিতীয়ার্ধে চেষ্টা করেও সমতায় ফেরা গোল পায়নি নির্ধারিত সময়ের পর দলবদল করে লিগে খেলার সুযোগ পাওয়া ব্রাদার্স।
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৪১তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবি