শেখ রাসেলের শুভসূচনা
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jan 2021 10:17 PM BdST Updated: 15 Jan 2021 10:17 PM BdST
-
ফাইল ছবি
তিন মিনিটের মধ্যে দুই গোল করল শেখ রাসেল ক্রীড়া চক্র। প্রথমার্ধেই পেনাল্টি গোলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি ব্রাদার্স ইউনিয়ন। তাদের হারিয়ে প্রিমিয়ার লিগে শুভসূচনা করেছে সাইফুল বারী টিটুর দল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ব্রাদার্সকে ২-১ গোলে হারায় শেষ রাসেল।
ত্রয়োদশ মিনিটে গোলরক্ষক মহিউদ্দিন পোস্ট ছেড়ে বেরিয়ে এসে বল গ্লাভসে নিলে ফ্রি কিক পায় শেখ রাসেল। বক্সের বাঁ দিক থেকে ফ্রি কিকে লক্ষ্যভেদ করেন মোহাম্মদ আব্দুল্লাহ।
২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়নদের দ্বিতীয় গোলটি করেন জিয়ানকার্লো লোপেস। বখতিয়ার দুইশবেকভের লং বল বক্স ছেড়ে বেরিয়ে এসে বিপদমুক্ত করতে গিয়ে পারেননি গোলরক্ষক। হেডে জাল খুঁজে নেন লোপেস।
২৭তম মিনিটে আরিফুল ইসলামের শট গোলরক্ষক সবুজ দাস রঘুর গায়ে লেগে বাইরে গেলে ম্যাচে ফেরার সুযোগ নষ্ট হয় ব্রাদার্সের।
পাঁচ মিনিট পর সিও জুনাপিওর সফল স্পট কিকে ঘুরে দাঁড়ায় ব্রাদার্স। ডি-বক্সে দিদারুলের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন।
দ্বিতীয়ার্ধে চেষ্টা করেও সমতায় ফেরা গোল পায়নি নির্ধারিত সময়ের পর দলবদল করে লিগে খেলার সুযোগ পাওয়া ব্রাদার্স।
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
-
২ হাজার খুদে দাবাড়ু নিয়ে স্কুল দাবা
-
মুক্তিযোদ্ধা সংসদকে গোলে ভাসাল রহমতগঞ্জ
-
লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ