প্রথমার্ধকে দায় দিলেন জিদান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jan 2021 04:16 PM BdST Updated: 15 Jan 2021 04:16 PM BdST
-
রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।
-
ম্যাচের শেষ বাঁশি বাজার পর হতাশায় মাঠে বসে পড়েন রিয়াল মাদ্রিদের দুই ফুটবলার।
স্প্যানিশ সুপার কাপে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে হারের জন্য প্রথমার্ধের বাজে পারফরম্যান্সকে দুষছেন জিনেদিন জিদান। দ্বিতীয়ার্ধে দল ঘুরে দাঁড়ালেও হার এড়ানোর জন্য তা যথেষ্ঠ ছিল না বলে মনে করেন রিয়াল মাদ্রিদ কোচ।
মালাগায় গত বৃহস্পতিবার প্রতিযোগিতার দ্বিতীয় সেমি-ফাইনালে ২-১ গোলে হারে রিয়াল। প্রথমার্ধে বিলবাওয়ের হয়ে জোড়া গোল করেন রাউল গার্সিয়া। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমান করিম বেনজেমা।
ম্যাচের দুই-তৃতীয়াংশের বেশি সময় বল দখলে রাখা রিয়ালের প্রথমার্ধের আক্রমণে ছিল না তেমন ধার। শেষ ৩০ মিনিটে তাদেরকে কিছুটা চেনা রূপে দেখা গেলেও প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে অতটা কার্যকর হতে পারেননি ভিনিসিউস-বেনজেমারা।
সুপার কাপ থেকে ছিটকে যাওয়ার পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ ঝরল জিদানের কণ্ঠে।
“আমাদের ম্যাচের শুরুটা ছিল জটিল, আমাদের প্রথমার্ধ ভালো ছিল না। তাদের দুটো সুযোগ ছিল এবং দুটোতেই গোল করেছে, এটাই।”

ম্যাচের শেষ বাঁশি বাজার পর হতাশায় মাঠে বসে পড়েন রিয়াল মাদ্রিদের দুই ফুটবলার।
নিজেদের আগের ম্যাচে লা লিগায় পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলে থাকা ওসাসুনার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল রিয়াল। এরপর এই হার। তবে এসব নিয়ে না ভেবে সামনে এগিয়ে যেতে চান ফরাসি কোচ।
“আমাদের এগিয়ে যেতে হবে এবং কাজ চালিয়ে যাওয়া নিয়ে চিন্তা করতে হবে।”
মালাগায় আগামী রোববারের ফাইনালে বিলবাওয়ের প্রতিপক্ষ আগের দিন টাইব্রেকারে রিয়াল সোসিয়েদাদকে হারানো বার্সেলোনা।
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
টিভিতে আজ
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
-
দ্বিতীয় ম্যাচে ড্র করে সিরিজ জিতল বাংলাদেশ
-
দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে কিংসের জয়
-
বিশ্বকাপে খেলা নিয়ে নিশ্চিত নন দি মারিয়া
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?