ফাইনালেও মেসিকে নিয়ে শঙ্কা

লিওনেল মেসিকে ছাড়া স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জিততে ঘাম ছুটে গেছে বার্সেলোনার। ফাইনালেও অধিনায়ককে দলে পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কোচ রোনাল্ড কুমান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2021, 09:37 AM
Updated : 14 Jan 2021, 09:37 AM

কোর্দোবায় বুধবার রাতে ফ্রেংকি ডি ইয়ংয়ের গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন মিকেল ওইয়ারসাবাল। অতিরিক্ত সময়ও ১-১ সমতায় শেষের পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে শিরোপা লড়াইয়ে পা রাখে কুমানের দল।

ক্লাবের পক্ষ থেকে আর্জেন্টাইন তারকার চোটের বিষয়ে কিছু জানানো হয়েনি। তবে, গত শনিবার লা লিগায় গ্রানাদার বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচের পর মেসিসহ কয়েক জন খেলোয়াড়ের অল্প কিছু সমস্যা ছিল বলে মঙ্গলবার জানিয়েছিলেন কুমান। সেদিনের অনুশীলনে অবশ্য ছিলেন মেসি। কিন্তু ম্যাচের দিন সকালের অনুশীলনে তাকে দেখা যায়নি। পরে পুরো ম্যাচে গ্যালারিতে বসে খেলা দেখেন তিনি।

বুধবারের ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই আসে মেসি প্রসঙ্গ। আগামী রোববারের ফাইনালে কি পাওয়া যাবে ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডকে? জোরালো আশা দেখালেন না কুমান।

“মেসিকে ফাইনালে পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। তবে নিশ্চিত নই। আমাদের অপেক্ষা করতে হবে।”

ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ বৃহস্পতিবারের দ্বিতীয় সেমি-ফাইনালে আথলেতিক বিলবাও ও রিয়াল মাদ্রিদের মধ্যে বিজয়ী দল।