হকির ক্যাম্পে করোনাভাইরাসে আক্রান্ত একজন

এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি পুরোদমে শুরুর আগে ধাক্কা খেল জাতীয় দল। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্যাম্পে ডাক পাওয়া দেবাশীষ কুমার রায়।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2021, 04:42 PM
Updated : 12 Jan 2021, 04:42 PM

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আগামী ১১ মার্চ শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ষষ্ঠ আসর। ছয় দলের এই আসরে স্বাগতিক বাংলাদেশসহ খেলবে মালয়েশিয়া, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও পাকিস্তান।

এ উপলক্ষে কোচ মাহবুব হারুনের অধীনে মঙ্গলবারই অনুশীলন শুরু করেছেন দলের বাকিরা। ক্যাম্পের দলে ডাক পাওয়া ৩২ জনের মধ্যে এর আগে ব্যক্তিগত কারণে গোলরক্ষক আবু সাঈদ নিপ্পন যোগ দেননি।

অনূর্ধ্ব-২১ দলের স্ট্রাইকার দেবাশীষ আপাতত বিমানবাহিনীর তত্ত্ববধানে আইসোলেশনে থাকবেন বলে জানিয়েছেন হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।

“মোট ৩১ জন খেলোয়াড়ের কোভিড-১৯ টেস্ট করানো হয়েছিল। কেবল একজনের…দেবাশীষের পজিটিভ এসেছে। বাকিরা ঠিক আছে। আমরা চেষ্টা করছি ওকে বিমানবাহিনীর অধীনে রাখার…ওখানে আইসোলেশনে থাকবে। পরে সেরে উঠলে ক্যাম্পে যোগ দেবে।”