লিগে খেলছে ব্রাদার্স

নির্ধারিত সময়ে দলবদল না সারলেও পার পেয়ে গেল ব্রাদার্স ইউনিয়ন। আগামী বুধবার থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগে দলটিকে খেলার সুযোগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2021, 04:37 PM
Updated : 12 Jan 2021, 04:48 PM

গত ১৫ ডিসেম্বর ছিল দলবদলের শেষ দিন। অন্য দলগুলো সেসময় ঘর গুছিয়ে নিলেও তা করেনি ব্রাদার্স। তা সত্ত্বেও দলটিকে সুযোগ দেওয়া হয়েছিল ফেডারেশন কাপে খেলার।

বাফুফের প্লেয়ার স্ট্যাটাস কমিটি মঙ্গলবারের সভায় ব্রাদার্সকে লিগে খেলার অনুমতি দিয়েছে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে সংস্থাটি।

দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ইতিপূর্বে সংশ্লিষ্ট বিষয়ে বাফুফে নির্বাহী কমিটির সভায় বিস্তারিত আলোচনা শেষে ব্রাদার্স ইউনিয়ন লিঃ এর অতীত ঐতিহ্য এবং বাফুফে কর্তৃক আয়োজিত সকল প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করে আসন্ন ‘প্রিমিয়ার লিগ ২০২০-২১’ এ অংশগ্রহণের বিষয়ে বাফুফে প্লেয়ার স্ট্যাটাস কমিটির নিকট মতামত পেশ করে। বাফুফে প্লেয়ার স্ট্যাটাস কমিটি উল্লেখিত সকল বিষয় সম্পর্কে পর্যালোচনা করে আসন্ন প্রিমিয়ার লিগ ২০২০-২১ এ ব্রাদার্স ইউনিয়ন লিঃ কে অংশগ্রহণের অনুমতি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে।”