করোনাভাইরাস: পিএসজিতে আক্রান্ত আরেকজন

পিএসজি দলে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সবশেষ ডিফেন্ডার কুলাঁ দেগবার শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2021, 03:18 PM
Updated : 12 Jan 2021, 03:18 PM

এক বিবৃতিতে মঙ্গলবার বিষয়টি জানায় ফরাসি চ্যাম্পিয়নরা। নতুন বছরে এ নিয়ে দলটির তিন ফুটবলার এই ভাইরাসে আক্রান্ত হলেন।

চলতি মাসে অনুশীলনে ফেরার পর ডিফেন্ডার টিলো কেরার ও মিডফিল্ডার রাফিনিয়ার কোভিড-১৯ পজিটিভের কথা জানিয়েছিল লিগ ওয়ানের দলটি।

নতুন কোচ মাওরিসিও পচেত্তিনোর কোচিংয়ে দুই ম্যাচেই শুরুর একাদশে ছিলেন ডিফেন্ডার দেগবা। স্বাভাবিকভাবেই ফরাসি সুপার কাপে বুধবার মার্শেইয়ের বিপক্ষে তাকে দলে পাবেন না কোচ।

এছাড়া হাঁটুর চোটের কারণে দলের বাইরে আছেন ডিফেন্ডার হুয়ান বের্নাত, কনুইয়ের চোটে নেই গোলরক্ষক আলেকসঁদ লেতেলি।

তবে সুপার কাপে ফরোয়ার্ড নেইমার, ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বে, মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস ও ডিফেন্ডার দানিলো পেরেইরাকে পাচ্ছে পিএসজি।

নিজেদের সবশেষ ম্যাচে লিগ ওয়ানে গত শনিবার ভাঁস্তকে ৩-০ গোলে হারিয়েছিল প্যারিসের দলটি।