ছিটকে গেলেন দিবালা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jan 2021 11:48 PM BdST Updated: 11 Jan 2021 11:48 PM BdST
-
প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ইউভেন্তুস ফরোয়ার্ড পাওলো দিবালাকে।
বাঁ হাঁটুতে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন ইউভেন্তুসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। তবে দুই মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনি ও ফেদেরিকো চিয়েসার চোট মারাত্মক নয় বলে জানিয়েছে ইতালিয়ান ক্লাবটি।
এক বিবৃতিতে সোমবার তুরিনের দলটি জানায়, দিবালার ফিরতে ১৫ থেকে ২০ দিন লাগতে পারে। আগামী রোববার সেরি আয় পয়েন্ট তালিকার দুইয়ে থাকা ইন্টার মিলানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তারকা এই ফুটবলারকে পাবে না গতবারের চ্যাম্পিয়নরা।
নিজেদের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে গত রোববার লিগে সাস্সুয়োলোর বিপক্ষে ৩-১ গোলে জয় পাওয়া ম্যাচের প্রথমার্ধে চোট নিয়ে মাঠ ছাড়েন দিবালা।
একই ম্যাচের শেষ দিকে মাঠ ছাড়েন ম্যাককেনি ও চিয়েসা। তবে পরীক্ষায় তাদের মারাত্মক কিছু ধরা পড়েনি বলে জানানো হয়েছে।
লিগ টেবিলে ইন্টারের চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে ইউভেন্তুস, শীর্ষে থাকা এসি মিলানের চেয়ে পিছিয়ে ৭ পয়েন্টে। অবশ্য তাদের চেয়ে এক ম্যাচ কম খেলেছে ইউভেন্তুস।
কোপা ইতালিয়ায় আগামী বুধবার ইউভেন্তুসের প্রতিপক্ষ স্বাগতিক জেনোয়া। এরপর লিগে প্রতিপক্ষ ইন্টার। আগামী ২০ জানুয়ারি ইতালিয়ান সুপার কাপে আন্দ্রেয়া পিরলোর দল খেলবে নাপোলির বিপক্ষে।
এরপর লিগে বোলোনিয়া ও সাম্পদোরিয়ার বিপক্ষেও নাও দেখা যেতে পারে ২৭ বছর বয়সী দিবালাকে। আগামী ৬ ফেব্রুয়ারি ঘরের মাঠে রোমার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরতে পারেন তিনি।
সর্বাধিক পঠিত
- ক্লান্ত সেনাদের ঠাঁই গ্যারেজে, ক্ষমা চাইলেন প্রেসিডেন্ট বাইডেন
- স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ
- ‘ভারতীয় তরুণদের তুলনায় এখনও প্রাইমারি স্কুলে অস্ট্রেলিয়ানরা’
- ৩ মিনিটের ৩ গোলে পিএসজির বড় জয়
- মাশরাফিকে ছাড়িয়ে মুশফিক, ড্রেসিং রুমে উদযাপন
- দেশে করোনাভাইরাসে মৃত্যু ৮ হাজার ছাড়াল
- সাবেক এমপি পেলেন গৃহহীনদের ঘর
- কারাগারে হলমার্ক জিএমের সঙ্গে নারীর সাক্ষাৎ: ৩ জনকে প্রত্যাহার
- টিভি সূচি (শনিবার, ২৩ জানুয়ারি ২০২১)
- পান্ডিয়ার বিরুদ্ধে অভিযোগের পর নিষিদ্ধ হুডা