৫৪ বছর বয়সেও পেশাদার ফুটবল!
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jan 2021 08:14 PM BdST Updated: 11 Jan 2021 08:32 PM BdST
-
ইয়োকোহামা এফসির স্ট্রাইকার কাজুওশি মিউরা। ফাইল ছবি
আর মাস দেড়েক পর ৫৪ বছর বয়স হবে কাজুওশি মিউরার। তবে সেটা যে শুধুই একটি সংখ্যা, ফুটবল মাঠে তার সদর্প পদচারণাতেই প্রমাণ হয়। তাইতো, জাপানের সবচেয়ে বেশি বয়সী গোলদাতা মিউরার সঙ্গে আরও এক মৌসুম চুক্তির মেয়াদ বাড়িয়েছে ইয়োকোহামা এফসি।
আগামী ২৬ ফেব্রুয়ারি ৫৪ বছর পূর্ণ হবে মিউরার; এর পর দিন শুরু হবে জাপানের শীর্ষ ফুটবল জে লিগের ২০২১ সালের আসর।
জাপান জাতীয় দলের সাবেক এই স্ট্রাইকার ইয়োকোহামায় যোগ দেন ২০০৫ সালে। দলটির হয়ে টানা ১৭ মৌসুম খেলার সামনে দাঁড়িয়ে উচ্ছ্বসিত তিনি।
১৯৮৬ সালে ব্র্রাজিলের দল সান্তোসের হয়ে পেশাদার ফুটবল শুরু করেন মিউরা। ২০১৭ সালে জাপানের পেশাদার লিগে সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ড গড়েন তিনি। ক্লাব গুন্মার বিপক্ষে করা সেই গোলের দিন তার বয়স ছিল ৫০ বছর ১৪ দিন।
জাপানে ‘কিং কাজু’ হিসেবে পরিচিত মিউরা দেশটির সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া ব্যাক্তিত্বদের একজন। ১৯৯৩ সালে জে লিগ যাত্রা শুরুর সময় প্রতিযোগিতাটির সবচেয়ে বড় বিজ্ঞাপন ছিলেন তিনি।
জাপানের হয়ে ৮৯ ম্যাচে ৫৫ গোল করা মিউরা সেরি আর দল জেনোয়া ছাড়াও খেলেছেন ক্রোয়েশিয়া ও অস্ট্রেলিয়ান লিগে।
‘ট্রান্সফারমার্কেট’এর পরিসংখ্যান অনুযায়ী, ক্লাব ক্যারিয়ারে মোট ৬৬৯ ম্যাচে ১৮৭ গোল করেছেন তিনি।
সর্বাধিক পঠিত
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- মিনিকেট চাল: এক ফাঁকির নাম
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন সাকিব
- তামিমকে ছাড়িয়ে সাকিব