প্রতিকূল পরিবেশে রিয়ালের হোঁচট
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2021 03:50 AM BdST Updated: 10 Jan 2021 04:20 AM BdST
প্রচণ্ড ঠাণ্ডার মাঝে বৃষ্টির মতো ঝরলো তুষার। বিরূপ আবহাওয়ার মাঝে ওসাসুনার রক্ষণাত্মক কৌশলের সঙ্গে পেরে উঠল না রিয়াল মাদ্রিদ। পয়েন্ট খুইয়ে হারাল লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ।
Related Stories
প্রতিপক্ষের মাঠ এল সাদারে শনিবার রাতে লা লিগার ম্যাচে গোলশূন্য ড্র করেছে চ্যাম্পিয়নরা।
প্রতিকূল পরিবেশে বল দখলে আধিপত্য করলেও আক্রমণে ভালো করতে পারেনি রিয়াল। গোলের উদ্দেশে তাদের নেওয়া ৯ শটের মাত্র একটি ছিল লক্ষ্যে। বিপরীতে অবনমন অঞ্চলের দল ওসাসুনার আট শটের দুটি লক্ষ্যে। সফরকারীরা অবশ্য দুবার জালে বল পাঠিয়েছিল; কিন্তু দুবারই বাজে অফসাইডের বাঁশি।
অনবরত তুষারপাতে ওসাসুনার সবুজ আঙিনা অনেক জায়গা রূপ নিল সাদাবর্ণ। কখনও বলের গতি কমে যাচ্ছিল আবার কখনও দিক পাল্টাচ্ছিল। ভেজা ঘাসে ভারসাম্য রাখতেই ভুগেছেন ফুটবলাররা, খেলতে পারেননি নিজেদের স্বাভাবিক খেলা।
ম্যাচের ৩০তম মিনিটে গিয়ে মেলে প্রথম ভালো সুযোগ। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো গোলের সম্ভাবনা তৈরি হতো না। লুকাস ভাসকেসের ব্যাকপাস নিয়ন্ত্রণে নিতে পারেননি রাফায়েল ভারানে, কর্নার পায় ওসাসুনা। তা থেকেই অরক্ষিত ওইয়েরের হেড ঠেকিয়ে জাল অক্ষত রাখেন গোলরক্ষক থিবো কোর্তোয়া।
প্রথমার্ধে ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখেও নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে না পারা রিয়াল ৪৯ মিনিটে এগিয়ে যেতে পারতো। সতীর্থের উঁচু করে বাড়ানো থ্রু বল দারুণ দক্ষতায় ধরার ফাঁকে দুই ডিফেন্ডারকে ফাঁকি দেন মার্কো আসেনসিও, ডি-বক্সের বাইরে থেকে নেন জোরালো শট। তবে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।
পয়েন্ট হারালেও অপরাজেয় পথচলা ধরে রাখার স্বস্তি আছে রিয়ালের। এই নিয়ে লিগে টানা আট ও সব প্রতিযোগিতা মিলে টানা ৯ ম্যাচ অপরাজিত দলটি।
১৮ ম্যাচে ১১ জয় ও চার ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল।
শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৩৮; তিনটি ম্যাচ কমও খেলেছে তারা।
দিনের আরেক ম্যাচে গ্রানাদাকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া বার্সেলোনা ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ভিয়ারিয়াল।
সর্বাধিক পঠিত
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- মিনিকেট চাল: এক ফাঁকির নাম
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন সাকিব
- তামিমকে ছাড়িয়ে সাকিব