তুষার ঝড়ে আতলেতিকো-বিলবাও ম্যাচ স্থগিত

তুষার ঝড়ের কবলে পড়েছে আতলেতিকো মাদ্রিদ ও আথলেতিক বিলবাও ম্যাচ। দুই দলের মধ্যে লা লিগার ম্যাচটি স্থগিত হয়ে গেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2021, 11:54 AM
Updated : 9 Jan 2021, 12:57 PM

আতলেতিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় বাংলাদেশ সময় শনিবার রাত সোয়া নয়টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। এর কয়েক ঘণ্টা আগে ম্যাচ স্থগিত করার কথা জানায় লিগ কর্তৃপক্ষ। ম্যাচের নতুন সূচি পরে জানানো হবে।

ভারী তুষারপাতের কারণে রাস্তা বন্ধ থাকায় শুক্রবার হাজারো স্প্যানিশ ড্রাইভার তাদের গাড়িতে আটকা পড়েন এবং মাদ্রিদ বিমানবন্দর বন্ধ ছিল।

বিলবাও শুক্রবার জানায়, তাদের দলকে বহনকারী বিমান মাদ্রিদের বারাজাস বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ফিরে আসে।

অন্য দিকে, বারাজাস বিমানবন্দরের রানওয়েতে বরফের কারণে শুক্রবার দুই ঘণ্টার বেশি সময় বিমানে আটকে ছিলেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। শনিবার বাংলাদেশ সময় রাত দুইটায় ওসাসুনার মাঠে খেলবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আতলেতিকো। দুই ম্যাচ বেশি খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল। ১৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বিলবাও।