বার্সার সামনে ‘জায়ান্ট কিলার’ কোরনিয়া

কোপা দেল রের শেষ বত্রিশে প্রতিপক্ষ হিসেবে কাতালান একটি ক্লাবকে পেয়েছে বার্সেলোনা। প্রতিযোগিতার সফলতম দলটি খেলবে গত রাউন্ডে চমক জাগানো কোরনিয়ার বিপক্ষে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2021, 02:57 PM
Updated : 8 Jan 2021, 02:57 PM

গত বুধবার লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদকে বিদায় করে দেয় কোরনিয়া। দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি ১-০ গোলে জেতে তৃতীয় স্তরে খেলা দলটি। আগামী ২০ জানুয়ারি তাদের মাঠে খেলবে বার্সেলোনা।

একই দিন রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ তৃতীয় স্তরের দল স্বাগতিক আকোয়ানো।

কোভিড-১৯ মহামারীর কারণে প্রতিযোগিতাটির গত আসরের ফাইনাল স্থগিত করা হয়। রিয়াল সোসিয়েদাদ ও আথলেতিক বিলবাওয়ের মধ্যে পিছিয়ে যাওয়া ম্যাচটি হবে আগামী ৪ এপ্রিল। এই ম্যাচ দিয়ে স্প্যানিশ ফুটবলে মাঠে দর্শক ফিরতে পারে বলে দেশটির গণমাধ্যমের খবর।