এমবাপের উন্নতি প্রয়োজন: পচেত্তিনো

সাঁত এতিয়েনের বিপক্ষে কিলিয়ান এমবাপের পারফরম্যান্সে সন্তুষ্ট মাওরিসিও পচেত্তিনো। তবে ফরাসি ফরোয়ার্ডকে আরও উন্নতির তাগিদ দিলেন পিএসজির নতুন কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2021, 05:25 PM
Updated : 7 Jan 2021, 06:13 PM

প্যারিসের ক্লাবটির কোচ হিসেবে পচেত্তিনোর শুরুটা ভালো হয়নি। এই আর্জেন্টাইনের দায়িত্বের প্রথম ম্যাচে লিগ ওয়ানে প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে ১-১ ড্র করে শিরোপাধারী।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে অনেক বিষয় নিয়েই কথা বলেন পচেত্তিনো। উঠে আসে এমবাপের প্রসঙ্গও।

“অবশ্যই তার পারফরম্যান্স নিয়ে আমি খুশি। তবে তার উন্নতি করা দরকার।”

"আমি নিশ্চিত সে গোল করতে, আরও ভালো খেলতে এবং ম্যাচ জিততে চায়। অবশ্যই সে হতাশ।”

শুধু এমবাপে নয়, দলের সবারই উন্নতির প্রয়োজন দেখছেন পচেত্তিনো। সাঁত এতিয়েনের বিপক্ষে জিততে না পারার হতাশাও লুকাননি তিনি।

“সকল খেলোয়াড়ের উন্নতি করা দরকার, দলের উন্নতি দরকার।”

“যাত্রা কেবল শুরু। আমরা মাত্র তিন দিন আগে এসেছি। আমরা হতাশ, কারণ জিততে পারিনি।”

ম্যাচের শুরুর দিকে নিজেদের ভুলে পিছিয়ে পড়ার একটু পরই দলকে সমতায় ফেরান মোইজে কিন। দ্বিতীয়ার্ধে অনেক সুযোগ তৈরি করলেও জয়সূচক গোলের দেখা পায়নি তারা।

“দ্বিতীয়ার্ধে আমরা গোল করার যথেষ্ট সম্ভাবনা তৈরি করেছি। দুর্ভাগ্য যে আমরা গোল করতে পারিনি এবং তিন পয়েন্ট পাইনি।”

টটেনহ্যাম হটস্পারের কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার ১৪ মাস পর এই ম্যাচ দিয়েই ডাগআউটে ফেরেন টমাস টুখেলের জায়গায় পিএসজির দায়িত্ব পাওয়া পচেত্তিনো।