অজেয় যাত্রা থামায় আক্ষেপ নেই মিলান কোচের

সেরি আয় হারের স্বাদ যেন ভুলেই গিয়েছিল এসি মিলান। তাদের সেই তেতো স্বাদ ফিরিয়ে দিয়েছে ইউভেন্তুস। তবে দলের দীর্ঘ অজেয় যাত্রা থেমে গেলেও আফসোস নেই মিলানের কোচ স্তেফানো পিওলির। নিজের খেলোয়াড়দের মাথা উঁচু রাখতে বললেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2021, 01:06 PM
Updated : 7 Jan 2021, 01:06 PM

নিজেদের মাঠ সান সিরোয় বুধবার রাতে শিরোপাধারীদের বিপক্ষে ৩-১ গোলে হারে মিলান। ৩০৪ দিনে লিগে এটি তাদের প্রথম হার। ছেদ পড়েছে ২৭ ম্যাচের অজেয় যাত্রায়। এর আগে সবশেষ তারা হেরেছিল গত মার্চে, ঘরের মাঠে জেনোয়ার বিপক্ষে ২-১ গোলে। 

একই দিন সাম্পদোরিয়ার বিপক্ষে ইন্টার মিলান ২-১ ব্যবধানে হেরে যাওয়ায় টেবিলের শীর্ষস্থান অবশ্য ধরে রেখেছে এসি মিলান। ইউভেন্তুস ম্যাচ শেষে স্কাই ইতালিয়াকে পিওলি বলেন, দলের পারফরম্যান্সে তিনি গর্বিত।

"সবশেষ পরাজয়ের তিক্ত অভিজ্ঞতার পর অনেকটা সময় পার হয়েছিল।“

“আমি খেলোয়াড়দের পিঠ চাপড়েছি, তারা এটার যোগ্য। এই ধরনের ম্যাচের পর তাদের আক্ষেপ থাকা উচিত নয়। তাদের মাথা উঁচু রাখা উচিত।”

নিষেধাজ্ঞা ও চোট মিলিয়ে তারকা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচসহ মিলানের পাঁচ জন খেলোয়াড় আগে থাকেই বাইরে আছেন। ম্যাচের দিন ফরোয়ার্ড আন্তে রেবিচ ও মিডফিল্ডার রাদে ক্রুনিচ করোনাভাইরাস পজিটিভ হন। সাত জন খেলোয়াড় হারানো বড় ধাক্কা হলেও প্রতিপক্ষের মান পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন পিওলি।

“সাত জন না থাকা মানে বড় কিছু...ব্যক্তিগত পারফরম্যান্স ও প্রতিপক্ষের মান পার্থক্য গড়ে দিয়েছে।

“দল ভয় পেতে পারতো, তারা জানত আজ রাতে আরও দুজন খেলোয়াড় থাকবে না। তবু তারা তা পায়নি।”

১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মিলান। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ইন্টার। ৩৩ পয়েন্ট নিয়ে রোমা তিনে, ইউভেন্তুস ৩০ পয়েন্ট নিয়ে চারে আছে। আন্দ্রেয়া পিরলোর দল অবশ্য এক ম্যাচ কম খেলেছে।