পেনাল্টি না পেয়ে ক্লপের বিস্ময়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jan 2021 05:12 PM BdST Updated: 05 Jan 2021 05:12 PM BdST
-
লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
-
লিভারপুলের জর্জিনিয়ো ভেইনালডামের শট ডি বক্সে সাউথ্যাম্পটন ডিফেন্ডার জ্যাক স্টিভেন্সের হাতে বাধা পায়।
কীভাবে রেফারি পেনাল্টি দিলেন না ভেবে পাচ্ছেন না ইয়ুর্গেন ক্লপ। লিভারপুল কোচের মতে, সাউথ্যাম্পটনের বিপক্ষে দুটি পেনাল্টি পেতে পারত তার দল।
প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে সোমবার ১-০ গোলে হারে গতবারের চ্যাম্পিয়নরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই সাউথ্যাম্পটনকে এগিয়ে নেন লিভারপুলের সাবেক ফরোয়ার্ড ড্যানি ইঙ্গস।
দ্বিতীয়ার্ধে জর্জিনিয়ো ভেইনালডামের শট ডি বক্সে স্বাগতিক ডিফেন্ডার জ্যাক স্টিভেন্সের হাতে বাধা পেলে পেনাল্টির জোরালো দাবি তোলে লিভারপুলের খেলোয়াড়রা; কিন্তু সাড়া মেলেনি।
পরে ডি বক্সে সাদিও মানেকে কাইল ওয়াকার-পিটার্স ফেলে দিলে আবারও পেনাল্টির দাবি তোলে সফরকারীরা। এবারও সাড়া দেননি রেফারি।

লিভারপুলের জর্জিনিয়ো ভেইনালডামের শট ডি বক্সে সাউথ্যাম্পটন ডিফেন্ডার জ্যাক স্টিভেন্সের হাতে বাধা পায়।
“(হ্যান্ডবলটি) পরিষ্কার পেনাল্টির মতো দেখাচ্ছিল। আমি চতুর্থ রেফারির দিকে ফিরলাম, তিনি বললেন, ‘আমরা দেখেছি, এটা পেনাল্টি নয়’।”
“সাদিও মানের সঙ্গে (রেফারি) আন্দ্রে মেরিনার আজ যা করলেন, আমি নিশ্চিত না এটা ঠিক কি না। কেউ যদি বলে মানে ডাইভ দিয়েছে তা হবে হাস্যকর। দুইটা এমন পরিস্থিতি ছিল যেখানে অন্য দল হলে একটি পেনাল্টি পেত।”
উদাহরণ হিসেবে লিগ প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডকে টেনে আনেন জার্মান কোচ।
“হ্যান্ডবলের বিষয়টি, আমি জানি না কে আমাকে এটা ব্যাখ্যা করবে। এই পরিস্থিতিতে আমরা ছিলাম দুর্ভাগ্যজনক…আমি শুনেছি সাড়ে পাঁচ বছরে আমরা যত পেনাল্টি পেয়েছি ম্যানচেস্টার ইউনাইটেড দুই বছরে তার চেয়ে বেশি পেনাল্টি পেয়েছে।”
“তবে পারফরম্যান্সের জন্য এটা কোনো অজুহাত নয়। পেনাল্টির বিষয়টি আমরা পরিবর্তন করতে পারব না, সিদ্ধান্তগুলোকে আমাদের সম্মান জানাতেই হবে। আমরা আমাদের পারফরম্যান্সে পরিবর্তন আনতে পারি। আমাদের নজর এখন এদিকেই।”
টানা তিন ম্যাচ জয়শূন্য থাকার পরও পয়েন্ট তালিকার শীর্ষেই আছে লিভারপুল। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৩৩। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড।
লিগ কাপের তৃতীয় রাউন্ডে শুক্রবার লিভারপুলের প্রতিপক্ষ স্বাগতিক অ্যাস্টন ভিলা। লিগে তাদের পরবর্তী ম্যাচ আগামী ১৭ জানুয়ারি, প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড।
সর্বাধিক পঠিত
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতু: এক নজরে
- বিশ্বকাপে দলগুলোর স্কোয়াডের আকার বাড়ল
- টানা ৩ সেঞ্চুরিতে মিচেলের ইতিহাস
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?