রিয়াল-আতলেতিকোর হোঁচটের আশায় বার্সা কোচ

বারবার হচ্ছে ছন্দপতন। রক্ষণ-মাঝমাঠ-আক্রমণ, সবখানেই ধুঁকছে দল। এক ম্যাচ বেশি খেলেও শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে পিছিয়ে পড়েছে ১০ পয়েন্টে। তবে, লিগ শিরোপা জয়ের সম্ভাবনা ক্ষীণ হলেও একেবারে আশা ছাড়তে রাজি নন বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2021, 12:33 PM
Updated : 4 Jan 2021, 12:33 PM

পয়েন্ট তালিকার উপরের দিকে থাকা দলগুলো পয়েন্ট হারালে আর নিজেদের কাজ ঠিকমতো করতে পারলে সেই সম্ভাবনা তৈরি হবে বলে মনে করেন তিনি।

মৌসুমের শুরু থেকেই কাতালান দলটির খেলায় ধারাবাহিকতার অভাব। লিগে রোববার পয়েন্ট তালিকার তলানির দল স্বাগতিক ওয়েস্কার বিপক্ষেও জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে তাদের। অনেক সুযোগ হাতছাড়ার ভীড়ে ১-০ ব্যবধানের জয়ে গোলটি করেন ফ্রেংকি ডি ইয়ং।

গত মঙ্গলবার ঘরের মাঠে এইবারের বিপক্ষে ড্রয়ের পর কুমান বলেছিলেন, লিগ শিরোপার বাস্তবিক কোনো সম্ভাবনা দেখেন না তিনি। চার দিন বাদেই ওয়েস্কার বিপক্ষে জয়ের পর কিছুটা আলো দেখতে পাচ্ছেন এই ডাচ কোচ।

“এই সপ্তাহান্তে আমরা দেখলাম, প্রতিপক্ষের মাঠে জেতাটা সহজ নয়। পয়েন্ট তালিকার উপরের দল খারাপ করলে ব্যবধানটা কমতে পারে। তবে সেটা নির্ভর করবে আমাদের জয়ের ধারা ধরে রাখার ওপর।”

লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশনে থাকা বার্সেলোনা বর্তমানে তালিকার পাঁচে, ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ২৮।

১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো। দুইয়ে নেমে যাওয়া রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৬। দুটি ম্যাচ বেশি খেলেছে তারা।

১৮ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল সোসিয়েদাদ। ১৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ভিয়ারিয়াল।

লিগে বুধবার বার্সেলোনার প্রতিপক্ষ স্বাগতিক আথলেতিক বিলবাও।