কষ্টের জয়ে লিভারপুলের পাশে ম্যানইউ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2021 04:16 AM BdST Updated: 02 Jan 2021 04:16 AM BdST
টানা দুই ম্যাচে ড্র করা লিভারপুলকে ধরে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। জমজমাট লড়াইয়ে অ্যাস্টন ভিলাকে হারিয়ে দিয়েছে উলে গুনার সুলশারের দল।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে ইউনাইটেড। অঁতনি মার্সিয়াল স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর বারট্রান্ড ট্রাউরে সমতা ফেরান। পেনাল্টি থেকে ব্রুনো ফের্নান্দেসের গোলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।
দ্বিতীয় মিনিটে গোলের জন্য প্রথম শট নেওয়া ম্যানচেস্টার শুরু থেকে চেপে ধরে অ্যাস্টন ভিলাকে। দশম মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোরালো শট নেন মার্সিয়াল। কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।
তিন মিনিট পর অনেকটা খেলার ধারার বিপরীতেই সুযোগ আসে ভিলার সামনে। জন ম্যাকগিনের ভলি ঝাঁপিয়ে ফেরান ইউনাইটেড গোলরক্ষক দাভিদ দে হেয়া।

মার্সিয়ালের দারুণ ফিনিশিংয়ে ৪০তম মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। মার্কাস র্যাশফোর্ডের কাছ থেকে বল পেয়ে দারুণ গতিতে ডান দিক থেকে এগিয়ে গিয়ে বক্সে ক্রস করেন অ্যারন ওয়ান-বিসাকা। দুই ডিফেন্ডারের মাঝ থেকেও চমৎকার হেডে জাল খুঁজে নেন মার্সিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণাত্মক ফুটবলে ইউনাইটেডের রক্ষণে ভীতি ছড়ায় ভিলা। ৫০ থেকে ৫৪তম মিনিটে তাদের তিন চেষ্টার দুটি ক্রসবার ঘেঁষে বাইরে চলে যায়, অন্যটি কর্নারের বিনিময়ে রক্ষা করেন দে হেয়া।
একের পর এক আক্রমণের সুফল দ্রুতই পায় দলটি। ৫৮তম মিনিটে সমতা ফেরান ট্রাউরে। জ্যাক গ্রেয়ালিশের নিচু ক্রস খুঁজে পায় অরক্ষিত ট্রাউরে। বল নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নেন বুরকিনা ফাসোর এই ফরোয়ার্ড।

৭১তম মিনিটে মার্সিয়ালের বুলেট গতির শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন মার্তিনেস। দুই মিনিট পর পগবার শট একটুর জন্য লক্ষ্যে থাকেনি। ৭৭তম মিনিটে ফের্নান্দেসের শট ঝাঁপিয়ে কোনোমতে ব্যর্থ করে দেন আর্জেন্টাইন গোলরক্ষক।
৮২তম মিনিটে ভিলা ডিফেন্ডার টাইরন মিঙ্গসের হেড একটুর জন্য লক্ষ্যে থাকেনি। যোগ করা সময়ের প্রথম মিনিটে ম্যাটি ক্যাশের বুলেট গতির শট ঝাঁপিয়ে ফেরান দে হেয়া।
১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। গোল পার্থক্যে পিছিয়ে দুই নম্বরে ইউনাইটেড।
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৪১তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবি