রাকিব-রাব্বীর গোলে সেমিতে চট্টগ্রাম আবাহনী

নির্ধারিত সময়ের খেলায় পেনাল্টি মিস করল শেখ রাসেল ক্রীড়া চক্র। সুযোগ কাজে লাগাতে পারেনি চট্টগ্রাম আবাহনীও। গোলশূন্য ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। ছয় মিনিটের মধ্যে দারুণ ভলিতে গোল করলেন রাকিব হোসেন; ব্যবধান দ্বিগুণ করলেন মান্নাফ রাব্বী। শেখ রাসেলের বিদায় ঘণ্টা বাজিয়ে ফেডারেশন কাপের সেমি-ফাইনালে উঠে বছরের শুরুটা রাঙাল চট্টগ্রাম আবাহনী।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2021, 01:01 PM
Updated : 1 Jan 2021, 01:01 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার প্রথম কোয়ার্টার-ফাইনালে ২-০ গোলে জিতে চট্টগ্রাম আবাহনী। ১০৭তম মিনিটে রাকিব ও ১১৩ মিনিট রাব্বী পান জালের দেখা।

প্রতিপক্ষের রক্ষণে চাপ দিয়ে নবম মিনিটে সুযোগ তৈরি করে ২০১২ সালের চ্যাম্পিয়ন শেখ রাসেল। বখতিয়ার দুইশবেকভের কর্নারে অফসাইডের ফাঁদ ভেঙে ঠিকঠাক মাথা ছোঁয়াতে পারেননি সিওভুস আসরোরভ। একটু পর তাজিকিস্তানের এই ডিফেন্ডারের ফ্রি কিক বাঁক খেলেও বেরিয়ে যায় দূরের পোস্ট দিয়ে।

প্রতিআক্রমণ নির্ভর খেলা চট্টগ্রাম আবাহনীর ভালো সুযোগটি নষ্ট হয় ২৬তম মিনিটে। রাব্বীর ক্রসে ডি-বক্সের ভেতর থেকে চার্লস দিদিয়েরের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। দশ মিনিট পর অধিনায়ক আবারও হতাশ করেন বক্সের ভেতর থেকে গোলরক্ষক বরাবর শট নিয়ে।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দিদারুল আলমের শট চট্টগ্রাম আবাহনী গোলরক্ষক মোহাম্মদ নাইম শেষ মুহূর্তে ফিস্ট করে ফেরান। ৬১তম মিনিটে কাওসার আলি রাব্বীর শট ক্রসবারের একটু উপর দিয়ে গেলে এগিয়ে যাওয়া হয়নি বন্দরনগরীর দলটির।

দুই মিনিট পর ডি-বক্সে মোনেকেকে উজবেকিস্তানের ডিফেন্ডার পুলাতোভ শুকুর আলি ফাউল করলে পেনাল্টি পায় শেখ রাসেল। কিন্তু জিয়াকার্লো লোপেজ রদ্রিগেজের দুর্বল শট ফিরিয়ে দলের ত্রাতা নাইম।

৮৬তম মিনিটে দিদিয়েরের চিপ ধরে শট নিয়েছিলেন কাওসার; ছুটে এসে পথ আগলে দাঁড়ানো রানার দারুণ সেভে বেঁচে যায় শেখ রাসেল। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের প্রথম অর্ধে শেখ রাসেলের রক্ষণে চাপ দিলেও তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি প্রতিযোগিতার ২০১৭ সালের রানার্সআপ চট্টগ্রাম আবাহনী।

১০৭তম মিনিটে সতীর্থের ক্রসে বাঁ পায়ের নিখুঁত ভলিতে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে নেন ডি-বক্সে অরক্ষিত থাকা রাকিব হোসেন।

এগিয়ে যাওয়ার রেশ থাকতেই ১১৩তম মিনিটের গোলে জয় অনেকটা নিশ্চিত হয় চট্টগ্রাম আবাহনীর। দিদিয়েরের লম্বা পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নেন রাব্বী।

শেষ দিকে রাব্বীর মুখে ঘুষি মেরে সরাসরি লালকার্ড দেখেন শেখ রাসেলের বদলি ফরোয়ার্ড তকলিস আহমেদ।