মোহামেডানকে নিয়ে শেষ আটে আবাহনী

দারুণ এক ফ্রি কিকে আবাহনী লিমিটেডকে এগিয়ে নিলেন মাসিহ সাইঘানি। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করলেন কেরভেন্স ফিলস বেলফোর্ট। শেষ দিকে ম্যাচে ফেরা গোল পেলেও শেষ রক্ষা হয়নি মুক্তিযোদ্ধা সংসদের। তাদের হারিয়ে গ্রুপ সেরা হয়ে ফেডারেশন কাপের কোয়ার্টার-ফাইনালে উঠল মারিও লেমোসের দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2020, 11:23 AM
Updated : 30 Dec 2020, 05:33 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার মুক্তিযোদ্ধা সংসদকে ২-১ গোলে হারায় আবাহনী। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের সেরা হয়ে শেষ আটে ওঠে প্রতিযোগিতার রেকর্ড ১১বারের চ্যাম্পিয়নরা।

আবাহনীর জয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ আটে খেলা নিশ্চিত হয়ে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবেরও। মুক্তিযোদ্ধা সংসদকে ৪-১ গোলে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারিয়ে ৩ পয়েন্ট পেয়েছিল শন লেনের দল। দুই হারে তলানিতে থেকে ছিটকে গেল মুক্তিযোদ্ধা সংসদ।

শুরু থেকে আক্রমণে উঠলেও প্রতিপক্ষ গোলরক্ষকের তেমন কোনো পরীক্ষা নিতে পারছিল না দুই দল। ৩০তম মিনিটে আবাহনীর গোলের অপেক্ষা ফুরোয় সাইঘানির দারুণ ফ্রি কিকে। ডি-বক্সের বাইরে থেকে আফগানিস্তানের এই ডিফেন্ডারের নিচু ফ্রি-কিকে পরাস্ত গোলরক্ষক নুরুল করিম। মোহামেডানকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেওয়া ম্যাচেও প্রথম গোলটি করেছিলেন সাইঘানি।

তিন মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণের দুটি সুযোগ হারান নাবীব নেওয়াজ জীবন। ৩৩তম মিনিটে ডি-বক্সে বল পেয়ে তালগোল পাকিয়ে শটই নিতে ব্যর্থ হওয়ার পর গোলরক্ষককে একা পেয়েও পোস্টের বাইরে শট নেন জাতীয় দলের এই ফরোয়ার্ড।

প্রথমার্ধের শেষ দিকে ডান দিক থেকে রায়হান হাসানের লম্বা থ্রো ইনে সাইঘানির হেডে বল লাফিয়ে ওঠা গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্রান্সিসকো রদ্রিগেজ দে সৌজা ফিলহোর বাইসাইকেল কিক পোস্টের বাইরে যায়। ৫৮তম মিনিটে সতীর্থের বাড়ানো লং বল প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে আকবারালি খোলদারোভের ভলি পোস্টের বাইরে গেলে সমতায় ফেরা হয়নি মুক্তিযোদ্ধা সংসদের।

৬৯তম মিনিটে জীবনের কর্নারে হেডে ব্যবধান দ্বিগুণ করেন হাইতির ফরোয়ার্ড বেলফোর্ট।

৮৩তম মিনিটে রোহিত সরকারের কর্নারে জাপানি মিডফিল্ডার ইউসুকে কাতোর হেড ফিস্ট করে আবাহনীকে জয়ের পথে রাখেন শহীদুল আলম সোহেল।

দুই মিনিট পর ফ্রি কিক ফেরাতে শহিদুল ঠিকঠাক পাঞ্চ করতে পারেননি। বল পান ছোট ডি-বক্সের সামনে থাকা রোহিত, জোরালো শটে জাল খুঁজে নেন বদলি নামা এই মিডফিল্ডার। কিন্তু তা মুক্তিযোদ্ধা সংসদের হার এড়াতে যথেষ্ট ছিল না।

কোয়ার্টার-ফাইনালে আবাহনী মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ উত্তর বারিধারার। শেষ আটে মোহামেডানের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের সেরা সাইফ স্পোর্টিং ক্লাব।