আবাহনীর তাবুতে ব্রাজিলিয়ান মিডফিল্ডার সিলভা

শক্তিশালী দল গঠনের চেষ্টায় এবার ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগাস্তো সান্তোস দা সিলভাকে দলে ভেড়াল আবাহনী লিমিটেড ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2020, 10:14 AM
Updated : 30 Dec 2020, 10:16 AM

২৯ বছর বয়সী এই খেলোয়াড় বুধবার ঢাকায় পা রেখেছেন। ফেডারেশন কাপে গ্রুপ পর্বে দলের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে খেলতে পারেননি তিনি। তাকে নকআউট পর্ব থেকে পাওয়ার আশা দলটির ম্যানেজার সত্যজিৎ দাস রূপুর।

এরই মধ্যে আবাহনীতে যোগ দিয়েছেন আরেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফ্রান্সিসকো রদ্রিগেজ দে সৌজা ফিলহো। দলটি ফিরিয়ে এনেছে আফগানিস্তানের ডিফেন্ডার মাহিস সাইঘানিকে। আছেন হাইতির ফরোয়ার্ড কেরভেন্স ফিলস বেলফোর্ট।

২০১৭-২০১৮ মৌসুমে সর্বশেষ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল আবাহনী। ফেডারেশন কাপের সর্বোচ্চ ১১ বারের চ্যাম্পিয়ন দলটি শেষ এ আসরে শিরোপার স্বাদ নিয়েছিল ২০১৮ সালে।

ব্রাজিল দলে কখনও খেলার সুযোগ না পেলেও সিলভার ক্লাব ক্যারিয়ার মোটামুটি সমৃদ্ধই। বিখ্যাত ফ্লুমিনেন্সের একাডেমিতে বেড়ে ওঠা এই মিডফিল্ডার মূল দলে থিতু হতে পারনেনি। সাতটি দলে ধারে খেলার পর ২০১৬ তে যোগ দেন ভারতের চেন্নাইন এফসিতে। সর্বশেষ ২০১৯-২০ মৌসুমে ছিলেন বেঙ্গালুরু এফসির তাবুতে।