চেলসির ছন্দ হারানোর ‘কারণ’ জিয়াশের অনুপস্থিতি

প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে হারের পর ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে ড্র; মৌসুমে ভালো শুরুর পর হঠাৎ ছন্দ হারিয়ে ফেলেছে চেলসি। এর পেছনে চোটের কারণে হাকিম জিয়াশের অনুপস্থিতিকে বড় কারণ হিসেবে দেখালেন দলটির কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2020, 09:10 AM
Updated : 29 Dec 2020, 09:10 AM

লিগে নিজেদের পরের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মরক্কোর এই মিডফিল্ডারকে পাওয়ার আশা করছেন ল্যাম্পার্ড।

গত ৫ ডিসেম্বর লিডস ইউনাইটেডের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন জিয়াশ। এরপর পাঁচ লিগ ম্যাচের কেবল একটিতে জিতেছে চেলসি, হেরেছে তিনটিতেই। স্ট্যামফোর্ড ব্রিজে সোমবার অ্যাস্টন ভিলায় বিপক্ষে করে ১-১ ড্র।

অ্যাস্টনের বিপক্ষে ম্যাচ শেষে দল জিয়াশের সৃজনশীলতার অভাব বোধ করছে বলে জানান ল্যাম্পার্ড।

“জিয়াশের খেলার ধরণ আমাদের জন্য খুবই কার্যকর। সে গোলে সহায়তা করে, সুযোগ তৈরি করে এবং কিছু গোলও করে।”

“সে যখন দলে ছিল, আমরা বেশ ছন্দে ছিলাম। এই মানের খেলোয়াড়রা ছিটকে গেলে তার অভাব বোঝা যায়। আমরা তাকে ফিরে পেতে চাই।”

আগামী রোববার সিটির মুখোমুখি হবে চেলসি। এই ম্যাচে জিয়াশকে পাওয়ার আশা করছেন ল্যাম্পার্ড। যদিও ম্যাচটি হওয়া নিয়ে যথেষ্ঠ শঙ্কা রয়েছে। পেপ গুয়ার্দিওলার দলে করোনাভাইরাস হানা দেওয়ায় সোমবার এভারটনের বিপক্ষে তাদের ম্যাচটি স্থগিত হয়ে গেছে।

১৬ ম্যাচে সাত জয় ও পাঁচ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে চেলসি। দুই ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে পাঁচে অ্যাস্টন ভিলা। ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।