এক বছর পেছাল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Dec 2020 06:34 PM BdST Updated: 28 Dec 2020 06:34 PM BdST
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ এক বছর পিছিয়ে গেছে। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতাটি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবার সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর আসরটি শেষ হওয়ার কথা ছিল।
কিন্তু গত মার্চ থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রভাব পড়তে থাকে বৈশ্বিক ক্রীড়াঙ্গনে। বাফুফে ছেলেদের ২০১৯-২০ মৌসুম বাতিলই করে দেয়।
সোমবার সাফের নির্বাহী কমিটির সভায় আগামী ১৪ সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতাটি আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান সংস্থাটির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।
“২০২১ সালের সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপের তারিখ ঠিক করা হয়েছে। প্রাথমিকভাবে প্রতিযোগিতায় অংশ নেওয়া দেশগুলোর প্রতিনিধিদের সবাই হ্যাঁ বলেছে। তারপরও ভারত বলেছে নিজেদের মধ্যে আলোচনা করে জানাবে। আগামী ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।”
গত ১২টি আসরের তিনটির আয়োজক ছিল বাংলাদেশ। ২০০৩ সালে প্রতিযোগিতার প্রথম আয়োজন করে প্রথম এবং সর্বশেষ শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল দলটি।
২০০৯ সালের প্রতিযোগিতায় সবশেষ সেমি-ফাইনালে খেলা বাংলাদেশের পরের চার আসর কেটেছে চরম হতাশায়। চারবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার বিষাদ সঙ্গী দলটির।
-
চলে গেলেন গোলকিপিং গ্রেট ও ক্রিকেটার গোরাম
-
‘বাংলাদেশ-ইরাক ম্যাচ বাস্তবায়নযোগ্য কিনা ভাবতে হবে’
-
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফের সভাপতি সালাউদ্দিন
-
কিংসকে রুখে দিল মোহামেডান
-
ইউনাইটেড থেকে ফরেস্টে হেন্ডারসন
-
রোমা থেকে ইন্টারে মিখিতারিয়ান
-
সাবেক ডাচ ফুটবল কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
-
সেরি আয় প্রথম নারী রেফারি
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- মুকুল বোস মারা গেছেন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন