চ্যাম্পিয়ন্স লিগ: মেসি-রোনালদোর গোলের লড়াইয়ে যত পরিসংখ্যান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Dec 2020 05:57 PM BdST Updated: 28 Dec 2020 05:57 PM BdST
চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলের রেকর্ডটা সেই কবে রাউল গনসালেসের হাতছাড়া হয়েছে। এরপর তা নিয়ে কিছুদিন চলেছিল লিওনেল মেসি-ক্রিস্তিয়ানো রোনালদোর কাড়াকাড়ি। আপাতত রেকর্ডটি নিয়ে আর ভাঙা-গড়া না চললেও দুজনের দ্বৈরথে তাদের গোলসংখ্যা চলে গেছে যেন ধরাছোঁয়ার বাইরে।
সমান ৭৭ গোল নিয়ে ২০১৪-১৫ মৌসুম শেষ করেছিলেন তারা দুজন। এরপর রোনালদো বড় এক লাফে এগিয়ে যান। এখনও তিনিই আছেন তালিকার চূড়ায়; তবে পেছন থেকে ছুটছেন মেসিও। ইউরোপ সেরার মঞ্চে পর্তুগিজ তারকার গোল ১৩৪টি, বার্সেলোনা অধিনায়কের ১১৮।
উয়েফার সব প্রতিযোগিতা মিলে রোনালদো-মেসির গোল তিনটি করে বেশি; ১৩৭-১২১।
দুজনের রোমাঞ্চকর এই পথচলায় যোগ হয়েছে আরও কত পরিসংখ্যান। বছরের শেষ লগ্নে এসে দেখে নেওয়া যাক সেসবের কিছু:
>> কোনো এক ক্লাবের হয়ে শত গোলের মাইলফলক ছোঁয়া প্রথম খেলোয়াড় রোনালদো; ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারিতে রিয়াল মাদ্রিদের হয়ে স্পর্শ করেন সেঞ্চুরি। এর ঠিক এক মাস পর বার্সেলোনার হয়ে এই কীর্তি গড়েন মেসি, এই প্রতিযোগিতায় তার সবগুলো গোলই অবশ্য কাতালান ক্লাবটির হয়ে।
>> মেসি গোল করেছেন আর বার্সেলোনা হেরেছে, এমন ম্যাচের সংখ্যা মাত্র তিনটি।
>> ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত টানা সাত আসরের প্রতিটিতে ১০ বা তার বেশি করে গোল করার কীর্তি গড়েন রোনালদো।
>> উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা ১৬ মৌসুমে গোল করেছেন মেসি। একই কীর্তি আছে করিম বেনজেমা ও রায়ান গিগসের।
>> ৩৬ ম্যাচে দুই বা তার বেশি গোল করেছেন রোনালদো।
>> দুজনের নামের পাশেই সমান আটটি করে হ্যাটট্রিক আছে।
>> এই প্রতিযোগিতায় রোনালদো প্রথম গোলের দেখা পেয়েছিলেন ৩০তম ম্যাচে এসে।
>> প্রথম খেলোয়াড় হিসেবে নকআউট পর্বে ৫০ গোলের মাইলফলক পেরিয়েছিলেন রোনালদো। এখন তিনি পেরিয়ে গেছেন ৬০টি।
>> একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করেছেন রোনালদো।
>> প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১১ ম্যাচে গোল করার কীর্তি রোনালদোর।
>> রোনালদো তার বর্তমান ঠিকানা ইউভেন্তুসের বিপক্ষে ১০টি গোল করেছেন। প্রতিযোগিতাটির ইতিহাসে কোনো এক দলের বিপক্ষে কারো সর্বোচ্চ গোলের রেকর্ড এটি।
>> গ্রুপ পর্বে গোলের হিসেবে এগিয়ে আছেন মেসি। রোনালদোর সঙ্গে তার গোলের পার্থক্য চারটি; ৭১-৬৭
>> ১০০ গোলে পৌঁছাতে রোনালদোর লেগেছিল ১৪৪ ম্যাচ; মেসি ১২৩ ম্যাচ।
সর্বাধিক পঠিত
- ক্লান্ত সেনাদের ঠাঁই গ্যারেজে, ক্ষমা চাইলেন প্রেসিডেন্ট বাইডেন
- স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ
- ‘ভারতীয় তরুণদের তুলনায় এখনও প্রাইমারি স্কুলে অস্ট্রেলিয়ানরা’
- ৩ মিনিটের ৩ গোলে পিএসজির বড় জয়
- মাশরাফিকে ছাড়িয়ে মুশফিক, ড্রেসিং রুমে উদযাপন
- কারাগারে হলমার্ক জিএমের সঙ্গে নারীর সাক্ষাৎ: ৩ জনকে প্রত্যাহার
- দেশে করোনাভাইরাসে মৃত্যু ৮ হাজার ছাড়াল
- সাবেক এমপি পেলেন গৃহহীনদের ঘর
- পান্ডিয়ার বিরুদ্ধে অভিযোগের পর নিষিদ্ধ হুডা
- টিভি সূচি (শনিবার, ২৩ জানুয়ারি ২০২১)