স্কুল ফুটবলে সেরা বাগেরহাট বহুমুখী কলিজিয়েট

দাপুটে জয়ে জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাগেরহাট বহুমুখী কলিজিয়েট স্কুল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2020, 12:11 PM
Updated : 26 Dec 2020, 12:11 PM

পল্টনের আউটার স্টেডিয়ামে শনিবারের ফাইনালে ছাগলনাইয়া পাইলট হাই স্কুল ফেনীকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বাগেরহাট বহুমুখী কলিজিয়েট স্কুল। চ্যাম্পিয়ন দলের চার গোলদাতা হাসান হাওলাদার, রমজান শেখ, তামিম হোসেন ও মিরাজুল ইসলাম।

ট্রফিসহ চ্যাম্পিয়ন দল এক লাখ টাকা এবং রানার্সআপরা ৫০ হাজার টাকা পুরস্কার পেয়েছে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় হয়েছেন ছাগলনাইয়া পাইলট হাই স্কুলের মুনতাদির ফুয়াদ ইবনে নূর।

অনূর্ধ্ব-১৬ বছর বয়সীদের এই প্রতিযোগিতার ফাইনালের ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন বাগেরহাট বহুমুখী কলিজিয়েট স্কুলের হাসান হাওলাদার। চ্যাম্পিয়ন দলের হাবিবুর রহমান হয়েছেন প্রতিযোগিতার সেরা গোলরক্ষক।

জেলা পর্যায় শেষে আট বিভাগের চ্যাম্পিয়নদের নিয়ে হওয়া চূড়ান্ত পর্বে ৪ গোল করে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় হলেও হতাশ ছাগলনাইয়ার নূর।

“বিভাগীয় পর্যায়ে গোল করেছি; চূড়ান্ত পর্বে চার গোল দিয়েছি; কিন্তু আমরা রানার্সআপ। দল চ্যাম্পিয়ন হলেই বেশি আনন্দ লাগত। কিন্তু আজকে আমরা ভালো খেলতে পারিনি। আমাদের একটা খারাপ দিন গেছে।”