‘ছুটির চিন্তায় খেলতে পারেনি রোনালদোরা’

আগের ম্যাচে অমন দুর্দান্ত ফুটবল খেলা দলটির হলো কি? ভেবেই পাচ্ছেন না ইউভেন্তুস কোচ আন্দ্রেয়া পিরলো। একটা কারণ ঘুরপাক খাচ্ছে তার মনে। হয়তো বড়দিনের ছুটির ভাবনা আগেই খেলোয়াড়দের মনে ঢুকে গিয়েছিল। সেই জন্য ঘরের মাঠে হারতে হয়েছে ফিওরেন্তিনার বিপক্ষে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2020, 12:49 PM
Updated : 23 Dec 2020, 12:49 PM

সেরি আয় মঙ্গলবার ঘরের মাঠে ৩-০ গোলে হারে ম্যাচের অষ্টাদশ মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়া ইউভেন্তুস।

লিগে চলতি আসরে প্রথম হারের পর সংবাদ সম্মেলনে ক্রিস্তিয়ানো রোনালদো-আলভারো মোরাতাদের খেলায় মনোযোগ নিয়ে প্রশ্ন তোলেন পিরলো।

“তেতো স্বাদ নিয়ে ছুটিতে যেতে হচ্ছে। জয় দিয়ে ২০২০ সাল শেষ করতে চেয়েছিলাম আমরা। ভালো একটা পারফরম্যান্স আশা করেছিলাম।”

“কিন্তু ম্যাচে আমাদের অভিব্যক্তি ভালো ছিল না। যে কোনো মূল্যে জয়ের যে চাওয়া সেটা ছিল না। তাই এটা ছিল কঠিন। ১০ জনের দলে পরিণত হওয়ার পর পরিস্থিতি বদলাতে হয়, কিন্তু তা হয়নি।”

ইতালির বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার অবশ্য খুব বেশি উদ্বিগ্ন নন। তার মতে, এমন খারাপ দিন যে কারোরই আসতে পারে। ছুটির পর লক্ষ্য ঠিক রেখে দল ঘুরে দাঁড়াবে বলে তার বিশ্বাস।

১৩ ম্যাচে ছয়টি করে জয় ও ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার চারে টানা নয়বারের চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ৭ পয়েন্টে এগিয়ে শীর্ষে এসি মিলান।