পেলেকে ছাড়িয়ে চূড়ায় মেসি

আগের ম্যাচে ছুঁয়েছিলেন কিংবদন্তিকে। তিন দিন পরই ছাড়িয়ে গেলেন তাকে, গড়লেন আরও একটি নতুন রেকর্ড। পেলেকে ছাপিয়ে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড নিজের করে নিলেন লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2020, 10:37 PM
Updated : 22 Dec 2020, 11:05 PM

লা লিগায় মঙ্গলবার রাতে রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ম্যাচের ৬৫তম মিনিটে রেকর্ড গড়া গোলটি করেন মেসি। পেদ্রির ব্যাক হিলে ডি-বক্সে বল ধরে নিখুঁত শটে ঠিকানা খুজে নেন বার্সেলোনা অধিনায়ক।

ক্যারিয়ারের শুরু থেকে কাতালান ক্লাবটির হয়ে খেলা আর্জেন্টাইন তারকার এটি বার্সেলোনার জার্সিতে ৬৪৪তম গোল। পেলেকে ছাড়িয়ে যেতে তার লেগেছে ৭৪৯ ম্যাচ।

স্বদেশের ক্লাব সান্তোসের হয়ে ১৯ মৌসুমে ৬৬৫ ম্যাচে ৬৪৩ গোল করেছিলেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলে। বার্সেলোনার হয়ে ১৭ মৌসুমেই তার রেকর্ড ছাড়িয়ে গেলেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

গত শনিবার ভালেন্সিয়ার বিপক্ষে ২-২ ড্র ম্যাচে পেলেকে স্পর্শ করেছিলেন মেসি।