গোড়ালির চোটে চেলসির চিলওয়েল

ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে সহজ জয় পেলেও বড় ধাক্কাও খেয়েছে চেলসি; গোড়ালির গাঁটে চোট পেয়েছেন বেন চিলওয়েল। পরীক্ষার পর তার চোটের অবস্থা জানা যাবে বলে জানিয়েছেন দলটির কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2020, 09:31 AM
Updated : 22 Dec 2020, 09:31 AM

প্রিমিয়ার লিগে সোমবার চিয়াগো সিলভা দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ট্যামি আব্রাহামের জোড়া গোলে ম্যাচটি ৩-০ ব্যবধানে চেতে চেলসি। ম্যাচের দশম মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন চিলওয়েল।

আগামী শনিবার আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ২৪ বছর বয়সী এই ইংলিশ ডিফেন্ডারকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেন ল্যাম্পার্ড।

হাঁটুর চোটের কারণে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ছিলেন না আরেক ডিফেন্ডার রিস জেমস। ঠাসা সূচিতে দুই ডিফেন্ডারকেই দ্রুত ফিরে পাওয়ার আশা করছেন কোচ।

১৪ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে চেলসি। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল।