বিজয় দিবস বক্সিংয়ে সেরা সেনাবাহিনী ও আনসার

বঙ্গবন্ধু মহান বিজয় দিবস বক্সিংয়ের সিনিয়র বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী ও জুনিয়র বিভাগে বাংলাদেশ আনসার দলগতভাবে সেরা হয়েছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2020, 01:13 PM
Updated : 21 Dec 2020, 01:13 PM

মুহম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে সোমবার সিনিয়র বিভাগে ৫টি (তিনটি পুরুষ ও দুটি নারী) ও জুনিয়র বিভাগে দুটিসহ (বালক) মোট সাতটি ওজন শ্রেণিতে লড়াই হয়।

৫২ কেজিতে সেনাবাহিনীর সৌমিক আহমদেকে হারিয়ে আনসারের আবু তালহা এবং ৫৬ কেজিতে খিলগাও প্রগতি সংসদের নুর মোহাম্মদ হাসীবকে হারিয়ে সেনাবাহিনীর শাহীন বাপ্পী সেরা হন।

মেয়েদের ৪৯ কেজি ওজন শ্রেণিতে আনসারের রহিমা আক্তারকে হারিয়ে সেনাবাহিনীর শাহারা ইয়াসমিন এবং ৫৬ কেজি ওজন শ্রেণিতে সেনাবাহিনীর মেহেজাবিন আরাকে হারিয়ে আনসারের শামীমা আক্তার প্রথম হন।

দুটি করে সোনা ও রুপা নিয়ে সিনিয়র বিভাগে সেনাবাহিনী দলগত সেরা হয়েছে। দুটি সোনা ও একটি রুপা নিয়ে রানার্সআপ হয়েছে আনসার।

জুনিয়রদের বালক বিভাগের ৪৬ কেজিতে আনসারের রিয়াজ ও ৪৮ কেজিতে শেখ লিমন সেরা হয়েছেন; আনসারও হয়েছে দলগত সেরা।