লিলের মাঠে পিএসজির হোঁচট

অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণে আধিপত্য করল পিএসজি; কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা মিলল না। শিরোপাধারীদের রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে লিল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2020, 10:01 PM
Updated : 20 Dec 2020, 10:28 PM

লিলের মাঠে রোববার লিগ ওয়ানের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। গত আসরে দলটির বিপক্ষে দুবারের দেখায়ই ২-০ গোলে জিতেছিল পিএসজি।

নেইমার ও কিলিয়ান এমবাপেকে ছাড়া খেলতে নামা দলটি শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারছিল না। প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যাওয়ার ভালো দুটি সুযোগ পায় তারা।

প্রথমে আনহেল দি মারিয়ার ক্রসে মোইজে কিনের ব্যাক হিল ঠেকান স্বাগতিক গোলরক্ষক। যোগ করা সময়ে রাফিনিয়ার ফ্রি-কিকে কাছ থেকে প্রেসনেল কিম্পেম্বের প্রচেষ্টাও রুখে দেন তিনি।

৫৯তম মিনিটে আরেকটি সুযোগ পান কিন। বাঁ দিক থেকে দি মারিয়ার গোলমুখে বাড়ানো বিপজ্জনক ক্রসে পা ছোঁয়াতে পারেননি ইতালিয়ান ফরোয়ার্ড।

৭৫তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে প্রতিপক্ষের একজনের শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস।

এর দুই মিনিট পর দি মারিয়াকে তুলে এমবাপেকে মাঠে নামান কোচ। তারকা এই ফরাসি ফরোয়ার্ডও কাঙ্ক্ষিত গোল এনে দিতে পারেননি দলকে।

১৬ ম্যাচে নয় জয় ও ছয় ড্রয়ে লিওঁর সমান ৩৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে আছে লিল। সমান ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে এক পয়েন্ট কম নিয়ে আগের মতো তিনে আছে পিএসজি।