বুফ্ফনকে এখনও তাড়া করে সেই ম্যাচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Dec 2020 09:25 PM BdST Updated: 19 Dec 2020 09:25 PM BdST
-
জানলুইজি বুফ্ফন যখন পিএসজির গোলরক্ষক। ফাইল ছবি
পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার দুঃসহ স্মৃতি এখনও তাড়া করে জানলুইজি বুফফনকে। ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেষ সময়ে গোল খেয়ে দলের ছিটকে পড়ার দায় ছিল অভিজ্ঞ এই গোলরক্ষকেরও।
২০১৮-১৯ আসরে শেষ ষোলোর প্রথম লেগে ওল্ড ট্রাফোর্ডে ২-০ গোলে জিতে ভালো অবস্থানে ছিল পিএসজি। কিন্তু নিজেদের আঙিনায় ৩-১ গোলে হেরে অ্যাওয়ে গোলে পিছিয়ে বিদায় নেয় লিগ ওয়ানের দলটি।
ফিরতি পর্বে পিএসজি দ্বিতীয় গোলটি হজম করে বুফ্ফনের ভুলে। মার্কাস র্যাশফোর্ডের সোজাসুজি শট ধরতে গিয়ে তালগোল পাকান অভিজ্ঞ তিনি। সেই সুযোগে ছুটে এসে আলগা বল জালে ঠেলে দেন রোমেলু লুকাকু।
ফ্রান্সের বিখ্যাত ক্রীড়াদৈনিক লেকিপে-কে সম্প্রতি সেই ম্যাচের স্মৃতি তুলে ধরেন বর্তমান ইউভেন্তুসে খেলা বুফ্ফন।
“এটা এমন একটা ম্যাচ, যেটা নিয়ে আমি সপ্তাহে কমপক্ষে তিন থেকে চারবার ভাবি। খুব আফসোস হয়।”
“আমি নিশ্চিত ছিলাম যে সেই মৌসুমে আমরা ফাইনালে উঠব। ম্যানচেস্টারে আমরা বড় একটি ম্যাচ জিতেছিলাম। (ফিরতি পর্বে) দুর্ভাগ্যবশত অবিশ্বাস্য ভুলের জন্য আমি নিজেকে দোষ দিই। আমার যে অভিজ্ঞতা সেখান থেকে ভুলটা করা আমার উচিত হয়নি।”
লম্বা ক্যারিয়ারে চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া ফুটবলের প্রায় সব বড় শিরোপাই জিতেছেন ৪২ বছর বয়সী বুফ্ফন।
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’
- পদ্মা সেতুতে আবেগাপ্লুত ভারতের পর্যটক
- ‘হিরোগিরি দেখাতে গিয়ে’ শিক্ষক খুনের আসামি জিতু রিমান্ডে