ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার ৭-০ গোলের বড় জয় পেয়েছে লিভারপুল। দুটি করে গোল করেন রবের্তো ফিরমিনো ও মোহামেদ সালাহ। একবার করে জালের দেখা পান সাদিও মানে, তাকুমি মিনামিনো ও জর্ডান হেন্ডারসন।
প্রিমিয়ার লিগে নিজের ১৮তম ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন জাপানের এই ফরোয়ার্ড।
প্রথম আধা ঘণ্টায় সমতা ফেরানোর দুটি সুযোগ পেয়েছিলেন জর্ডান আইয়ু। ঘানার এই ফরোয়ার্ডের দুটি প্রচেষ্টাই রুখে দেন লিভারপুল গোলরক্ষক আলিসন।
বিরতির খানিক আগে প্রতি-আক্রমণে স্কোরলাইন ৩-০ করে সফরকারীরা। অ্যান্ড্রু রবার্টসনের ক্রস ডি-বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে পায়ের টোকায় জাল খুঁজে নেন ফিরমিনো।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ব্যধধান আরও বাড়িয়ে দলকে বড় জয়ের পথে এগিয়ে নেন হেন্ডারসন। ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে গোলটি করেন লিভারপুল অধিনায়ক।
শেষ দিকে চার মিনিটের ব্যবধানে দুই গোল করেন সালাহ। ৮১তম মিনিটে হেডে বল জালে পাঠানোর পর ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন মিশরের এই ফরোয়ার্ড।
১৪ ম্যাচে নয় জয় ও চার ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৩১। ১৮ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে আছে ক্রিস্টাল।
এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার।